মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দার আবাদি আল-জোহর অ্যারেনায় বসেছে ক্রিকেটার বিকিকিনির সবচেয়ে বড় আয়োজন। দুই দিনব্যাপী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে ক্রিকেট বিশ্বের পাশাপাশি নজর আছে বাংলাদেশি ভক্তদেরও।
এবারের নিলামে (IPL Auction 2025) দল পাওয়ার অপেক্ষায় আছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার। গতকাল (রোববার) প্রথম দিনে অবশ্য বাংলাদেশের কাউকে ডাকা হয়নি। নিলামের শেষ দিনে আজ তাদের ডাকা হতে পারে। প্রথম দিনে নিলামে উঠেছিলেন মোট ৮৪ জন ক্রিকেটার। তার মধ্যে বিক্রি হন ৭২ জন। ২৪ জন বিদেশি ক্রিকেটার বিক্রি হয়েছেন। খেলোয়াড় কেনার পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ব্যয় করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি।
ক্রমিক নম্বর অনুসারে প্রথম ১১৭ জনের পরের ৩৩ জনকে ডাকা হবে আজ। এরপর তালিকার ১১৮ থেকে ৫৭৭ পর্যন্ত থাকা খেলোয়াড়দের ডাকার প্রক্রিয়া শুরু হবে। মেগা অকশনে ৫৭৪ জন ক্রিকেটারের নাম থাকলেও তাদের সবাইকে যে উপস্থাপন করা হবে এমনটা নয়। বিষয়টি অনেক বেশি সময়সাপেক্ষ হতে পারে। আর সময়ের ব্যপ্তি কমিয়ে আনতে চায় বিসিসিআই। আর এখানেই কাজে আসবে অ্যাক্সিলারেটেড অকশন। ১১৭ জন ক্রিকেটারের নাম উপস্থাপন করার পর এই প্রক্রিয়াটি ব্যবহার করা হবে।
দ্রুততর নিলামপ্রক্রিয়ার দুটি ধাপ। প্রথম ধাপে ফ্র্যাঞ্চাইজি মালিকরা নিজেদের পছন্দের ক্রিকেটারের নাম জমা দেবেন। সে অনুযায়ী সঞ্চালক ক্রিকেটারদের নাম ডাকবেন। এ ছাড়া আরেকটি ধাপ হচ্ছে, যাদের নাম ডাকা হয়নি কিংবা ডাকা হলেও অবিক্রিত থেকে গেছেন তাদের ডাকা হতে পারে। অবশ্য পুরো বিষয়টি নির্ভর করছে, দলগুলোর খেলোয়াড় কোটা পূরণ ও ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে অর্থ থাকা স্বাপেক্ষে।
বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে এই জায়গাতেই। নিলামে থাকা ১২ জনের সবার নামই যে ডাকা হবে এমন নিশ্চয়তা নেই। ৫৭৭ জনের মধ্যে থাকা ১২ বাংলাদেশিদের ৮ জনের নামই ক্রমিক নম্বরে ৪০০-এর পরে। যে কারণে এতদূর পর্যন্ত সিরিয়াল যাওয়া নিয়েও একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
ক্রমিক নম্বরে বাংলাদেশিদের মধ্যে সবার আগে আছেন গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমানের নাম। তালিকায় তার ক্রমিক নম্বর ১৮১। এরপর আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার ক্রমিক নাম্বার ১৮৭। ৩০০-এর মধ্যে আছেন আর দুজন—উইকেটকিপার-ব্যাটার লিটন দাস (২৪৭) ও মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় (২৯৮)। সাকিব আল হাসানসহ বাকি ৮ জন আছেন ৪০০-এর পরে।
তবে আশার খবর হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর এখনো বেশ কিছু ক্রিকেটারের ঘাটতি রয়েছে। এ জায়গায় ভাগ্যের শিকে ছিড়তে পারে বাংলাদেশি ক্রিকেটারদের। বাংলাদেশ থেকে ১২ জন হচ্ছেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদের মধ্যে আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিব, মুস্তাফিজ ও লিটনের। সাকিব ৯, মুস্তাফিজ ৭ এবং লিটন এক মৌসুম আইপিএলে খেলেছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব, তাসকিন ও মিরাজ। ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন- লিটন, রিশাদ, হৃদয়, শরিফুল, শেখ মেহেদী, তানজিম, হাসান ও রানা।