আবারও বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হচ্ছে। পোড়া দাগ নিয়েই চলতে শুরু করবে ট্রেনটি। গত শুক্রবার রাজধানীর গোপীবাগে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় এক সপ্তাহ বন্ধ থাকে ট্রেনটি। ঢাকা থেকে যশোরের বেনাপোলে চলাচল করে আসছে ট্রেনটি।
মঙ্গলবার (৯ জানুয়ারি) চলাচল শুরুর কথা নিশ্চিত করে বেনাপোলের স্টেশনমাস্টার শাহিদুজ্জামান জানান, ট্রেনটি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা একটায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ওই দিন রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে যাত্রা শুরু করবে।
যদিও এর আগে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার সোমবার (৮ জানুয়ারি) ট্রেনটি চলাচলের ঘোষণা দিয়ে ছিলেন।
https://bangla-bnb.saturnwp.link/e-commerce/
উল্লেখ্য, ৫ জানুয়ারি রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু। প্রায় সোয়া একঘণ্টা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ৭ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।