ইনজুরির কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। যে কারণে আসন্ন কোপা আমেরিকায়ও তার খেলা হচ্ছে না। যা বড় ধাক্কা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য। তবে সম্প্রতি ভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছেন নেইমার। সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রোমারিওর জন্মদিনে উপস্থিত এই তারকার কিছু ছবি ছড়িয়ে পড়ে। যেখানে নেইমারকে মোটা বলে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে এর জবাব দিয়েছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে নিয়ে কৌতুকে মেতে ওঠা ব্যক্তিদের ‘হেটার্স’ উল্লেখ করে নিজের শারিরীক অবস্থার কথা জানান তিনি। যদিও নেইমার স্বীকার করেছেন যে তার ওজন বেড়ে গেছে। তবে তাকে মোটা (ফ্যাট) বলার বিষয়টি প্রত্যাখ্যান করে তিনি কথিত ‘হেটার্সদের’ মধ্যমাও দেখান।
ওই ভিডিও’র ক্যাপশনে নেইমার লিখেন– ‘মোটা? আমি অবশ্য সেরকমটা মনে করি না।’ নিজের টি-শার্ট উঁচিয়ে পেট ও শরীর দেখিয়ে সমালোচকদের দূরে থাকতে বলেন আল-হিলালের এই তারকা ফরোয়ার্ড, ‘আজকের অনুশীলন শেষ। অতিরিক্ত ওজন, হ্যাঁ ঠিক আছে। কিন্তু মোটা? সম্ভবত না।’
নেইমারের ক্যারিয়ারে বড় সময়ের সঙ্গী ইনজুরি। যে কারণে মাঠের চেয়ে বাইরেই তাকে দর্শক হয়ে কাটাতে হয়েছে বেশি সময়। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র তথ্যমতে, ২০২০ সাল থেকে চোটের কারণে এ পর্যন্ত ব্রাজিল তারকাকে ৪২৪ দিন মাঠের বাইরে থাকতে হয়েছে। সর্বশেষ ১৭ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটে পড়েন নেইমার। যা নিয়ে গত ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, আগামী কোপা আমেরিকায় তিনি খেলতে পারবেন না। তারকা। যা নিয়ে সমালোচনার পাশাপাশি তাকে নিয়ে বেশ হাস্যরসও হয়। ফলে নেইমার জবাব দিতেও দেরি করেননি।
প্রতিবারই ইনজুরিতে পড়ার পর মাঠে ফিরতে মরিয়া হয়ে ওঠেন এই তারকা। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি সেই প্রস্তুতিরও একাধিক ভিডিও শেয়ার করেছেন। শেয়ার করা প্রথম ছবিতে নেইমারকে দেখা দেখা যায় একটি ব্যায়ামাগারে। এরপর দ্বিতীয় স্টোরিতে দেওয়া ভিডিওতে তাকে দেখা যায়, ব্যায়াম করে ঘাম ঝরাচ্ছেন। তৃতীয় ভিডিওতে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে নেইমারকে কথা বলতে দেখা যায়।