আলিং হল্যান্ডের যাদুতে ইংলিশ এফএ কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে একাই পাঁচ গোল করেছেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড। আর হল্যান্ডের ৫ গোলের চারটিতেই অ্যাসিস্ট করেছেন কেভিন ডি ব্রুইনা। মঙ্গলবার কেনিলওয়ার্থ রোডে লুটন টাউনকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা।
এদিন ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। ফলে ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম গোলের দেখা পায় সিটি। ডি ব্রুইনার বাড়িয়ে দেওয়া বল বক্সের ভেতরে পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান হল্যান্ড।
এরপর প্রথম ১৮ মিনিটের মাথায় জোড়া গোল করেন আলিং হল্যান্ড। ম্যাচের ৪০তম মিনিটে হ্যাটট্রিক তুলে নেন নরওয়ের এই স্ট্রাইকার। এ সময়ে অ্যাসিস্টের হ্যাটট্রিকও পূরণ করেন বেলজিয়ান তারকা।
তবে ৪৫তম মিনিটে জর্ডান ক্লার্ক সিটির জাল খুঁজে নিলে গোল ব্যবধান কমে। বার্কলির দেওয়া পাসে গোল করেন তিনি।
এরপর বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন এই মিডফিল্ডার।
এতে সমতায় ফেরার আশা সঞ্চার করেছিল তারা। কিন্তু ম্যাচের ৫৫ ও ৫৮তম মিনিটে আবারও লুটনের জালে জোড়া আঘাত হানেন হল্যান্ড।
এরপর ম্যাচের ৭২তম মিনিটে মাতেও কোভাসিকের গোলে আরও এগিয়ে যায় ম্যান সিটি। শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।
৫ গোলের দিনে সিটির জার্সিতে নিজের অষ্টম হ্যাটট্রিকে নাম লিখিয়েছেন হল্যান্ড। একই সঙ্গে প্রিমিয়ার লিগে একাধিক ম্যাচে ৫ গোল করার রেকর্ডও গড়েন তিনি। এর আগে, গত বছর চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে ৫ গোল করেছিলেন তিনি।