ইলেকট্রিক স্কুটারের ব্যবহার আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এই বাজার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে কোম্পানিগুলি। আপনিও যদি ইলেকট্রিক স্কুটার কিনতে চান তাহলে ওলা ছাড়াও একাধিক বিকল্প রয়েছে। ব্যাটারি চালিত স্কুটির ফায়দা তুলতে এই 5 টু হুইলার কোম্পানি সম্পর্কে জেনে নিন এখনই।
ওলার 5 বিকল্প ই-স্কুটি
ইলেকট্রিক স্কুটির বাজারে ওলা সবথেকে বড় নাম। কারণ এই কোম্পানি বিক্রির নিরিখে বেশ এগিয়ে। যদিও বাজারে আরও অনেক কোম্পানি চলে এসেছে যারা রীতিমতো চ্যালেঞ্জ দিচ্ছে ওলাকে। এই সমস্ত ইলেকট্রিক স্কুটারে পাবেন লং রেঞ্জ, ফিচার্স এবং শক্তিশালী ব্যাটারি। আপনিও যদি আগামীদিনে ই-স্কুটি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই 5 কোম্পানি সম্পর্কে জেনে রাখুন।
TVS Motor
বাইক ছাড়াও স্কুটার বানায় টিভিএস। বেশ কয়েক বছর হল ইলেকট্রিক স্কুটির বাজারেও এন্ট্রি নিয়েছে তারা। ঝুলিতে রয়েছে দুটি মডেল – TVS iQube এবং TVS X। একটি বাজেট-ফ্রেন্ডলি স্কুটার, আর একটি প্রিমিয়াম হাই-টেক মডেল। 100 কিমির বেশি রেঞ্জ পাওয়া যাবে সঙ্গে স্মার্টফোন কানেকশন। ইলেকট্রিক স্কুটি কিনতে চাইলে TVS ভালো একটি বিকল্প হতে পারে।
Ather Energy
ওলার সবথেকে বড় প্রতিপক্ষ এখন Ather Energy। সম্প্রতি কোম্পানি Rizta নামক একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। যার ফুল চার্জে রেঞ্জ 123 থেকে 160 কিলোমিটার (ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী)। 1 লাখ থেকে 1.50 লাখের মধ্যে একাধিক ইলেকট্রিক স্কুটার বিক্রি করে কোম্পানি। ঝুলিতে রয়েছে – Ather 450S, Ather 460X, Ather Rizta এবং Ather Apex ইলেকট্রিক স্কুটি।
মাত্র 69,999 টাকায় ইলেকট্রিক স্কুটার, দাম কমাল ওলা, কী বিশেষত্ব জেনে যান
Bajaj Auto
বিখ্যাত কোম্পানি বাজাজ। কোম্পানির ইলেকট্রিক স্কুটার শাখা সম্প্রতি নতুন একটি টু হুইলার হাজির করেছে বাজাজ চেতক ইভি। এই স্কুটার নিত্য যাতায়াতের জন্য আদর্শ বলে দাবি করেছে কোম্পানি। এতে রয়েছে লং রেঞ্জ, ফাস্ট চার্জিং, ডিজিটাল মিটার, স্মার্টফোন কানেকশনের মতো অ্যাডভান্স ফিচার্স। ইলেকট্রিক স্কুটির ক্ষেত্রে এই কোম্পানির নাম তালিকায় রাখতে পারেন।
Hero MotoCorp
হিরো মটোকর্প বাজারে শুধুমাত্র একটি ইলেকট্রিক স্কুটার বিক্রি করে নাম Vida V1। যদিও তার আবার অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে। এই ইলেকট্রিক স্কুটার সোয়াপেবেল ব্যাটারি প্রযুক্তির সঙ্গে পাওয়া যায়। স্টাইলিশ ডিজাইন এবং ফাস্ট চার্জিংয়ের মতো সুবিধা রয়েছে স্কুটারে। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি বাড়ি আনতে চাইলে বিবেচনা করা যেতে পারে Vida V1 স্কুটার।
Hero Electric
আরও এক কোম্পানি যার ইলেকট্রিক স্কুটার তালিকায় রাখতে পারেন। কারণ একাধিক টু হুইলার বিক্রি করে হিরো ইলেকট্রিক। বাজেট-ফ্রেন্ডলি থেকে প্রিমিয়াম সব ধরনের স্কুটার রয়েছে কোম্পানির কাছে। যা নিত্য যাতায়াতের বহু মানুষের সমস্যা মিটিয়েছে। ব্যাটারি চালিত স্কুটির ক্ষেত্রে হিরো ইলেকট্রিক আরও এক বিকল্প।