সাশ্রয়ী দামে ছোট আকারের ইলেকট্রিক গাড়ি এলো। এই গাড়ি আকারে টাটা ন্যানোর চেয়ে ছোট। গাড়িটি এনেছে গিলি নামের একটি চীনা প্রযুক্তিপণ্য ও অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। গাড়িটির মডেল গিলি পান্ডা মিনি ইভি।
নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে এই গাড়ি একবার চার্জ দিলে টানা ১৫০ কিলোমিটার পথ চলতে পারবে।
গাড়িটির দৈর্ঘ্য মাত্র ৩০৬৫ মিলিমিটার। এই এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে ৩০ কিলোওয়াট আওয়ারের ইলেকট্রিক মোটর। যা এলএফপি ব্যাটারি প্যাকের সঙ্গে সংযুক্ত থাকবে।
পান্ডার গায়ে যেমন সাদা ও কালো রঙ থাকে ঠিক তেমনই এই গাড়ির ছাদে দেখা যাবে কালো রঙ। গাড়ির সামনে রয়েছে সুন্দর ডিজাইনের বৃত্তাকার হেডল্যাম্প। মূলত শহরে যাতায়াতের জন্য এই গাড়ি লঞ্চ করেছে গিলি।
pandaফোর সিটার এই গাড়িতে ২টি দরজা রয়েছে। খুব কম জায়গাতেও এই গাড়ি পার্ক করা যাবে। রয়েছে প্যানারমিক রুফ গ্লাস। গাড়ির চাকাতেও পান্ডা থিম দেখা যাবে। সামনে থেকে এই গাড়ির বাম্পার পান্ডার কানের মতো দেখাবে। পান্ডার চোখের স্টাইলে ডিজাইন করা হয়েছে এই ইলেকট্রিক গাড়ির হেডলাইট ও টেললাইট।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89/
আপাতত চীনে এই ইলেকট্রিক গাড়ি পাওয়া যাবে। শিগগিরই অন্যান্য দেশেও গিলি তাদের মিনি ইলেকট্রিক গাড়ি বিক্রি করবে। panda e carগিলি পান্ডা মিনি ইভির দাম চীনে ৫২০০ মার্কিন ডলার। এর টপ ভেরিয়েন্ট পাওয়া যাবে ৭২০০ মার্কিন ডলারে।