জ্বালানির দাম বাড়ার পর অনেকেই শঙ্কিত। অনেকেরই গাড়ি থাকলেও তা যেন খরচের পাহাড় গড়ে তুলছে। কিন্তু গণপরিবহনের অবস্থা দেখলে অন্তত গাড়িটা বাদ দিতে মন চায় না। সেক্ষেত্রে খরচ কমানোর উপায় কি আদৌ আছে? আছে তো বটেই। কিছুটা কষ্ট হলেও গাড়ির জ্বালানি সাশ্রয়ের কিছু উপায় আছে। চলুন জেনে নেই:
এসি বন্ধ রাখুন
যদি গাড়ির খরচ কমাতেই হয়, প্রথমে এই বিষয়টি মাথায় রাখতে হবে। গরম একটু বেশি তা ঠিক। কিন্তু এসি ছাড়াও যাতায়াত করা যায়। বিশেষত বিকেলের দিকে যাতায়াত করলে এসি ব্যবহার না করাই ভাল। গাড়ির কাঁচ খুলে দিন ঠাণ্ডা সময়ে।
নির্দিষ্ট গতি মেনে চালান
সময় বাঁচাতে গাড়ি দ্রুত চালান অনেকে। অনেকে মনে করেন এভাবে তেলও কিছুটা বাঁচানো গেল। কিন্তু আদপে কিন্তু ব্যাপারটি এমন নয়। বেশি গতিতে চালালে গাড়ির তেল বেশি পোড়ে। আবার গতি কম-বেশি করলেও তেল বেশি পোড়ে। তাই নির্দিষ্ট গতি মেনে গাড়ি চালান।
গাড়িতে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না
গাড়ির ওজন যত হালকা থাকবে তত কম তেল পুড়বে। তাই গাড়ির ভেতর অতিরিক্ত মালপত্র থাকলে তা নামিয়ে ফেলুন।
টায়ারে হাওয়া রাখুন পর্যাপ্ত পরিমাণে
গাড়ির টায়ারে পর্যাপ্ত হাওয়া রাখতে হবে। হাওয়া না থাকলে গাড়ির ইঞ্জিনে চাপ বেশি পড়ে গতি বজায় রাখার জন্যে। তাই চাকায় হাওয়া রাখুন পর্যাপ্ত পরিমাণে।
এয়ার ফিল্টার নিয়মিত সাফ করুন
অনেকেই আলস্যবশত এয়ার ফিল্টার সাফ করেন না। কিন্তু গাড়ির তেল বাঁচাতে এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করতেই হবে।