স্মার্টফোনে অন্যতম জনপ্রিয় অ্যাপ হল গুগল ম্যাপস। ভ্রমণ পথে মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সাহায্য করে থাকে এ অ্যাপ। তবে, যারা প্রথম প্রথম এ অ্যাপটি ব্যবহার শুরু করেন তাদের কাছে অ্যাপটি কিছুটা জটিল মনে হতে পারে।
দৈনন্দিন যাত্রার সময় ট্রাফিক আপডেট পাওয়া থেকে শুরু করে গন্তব্যের সঠিক রাস্তা খোঁজার কাজে এ অ্যাপ ব্যবহার করা যায়, ফলে শিখে ফেলা উচিত এর কিছু মৌলিক ফিচার। এ অ্যাপের নতুন ব্যবহারকারীদের জন্য একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট মিডিয়াম। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
গুগল ম্যাপ ওয়েব ও অ্যাপ উভয় মাধ্যমে ব্যবহার করা যায়। কেউ ফোন থেকে ব্যবহার করতে চাইলে আগে ম্যাপস অ্যাপটি ইনস্টল করতে হবে।
১. নিজের বর্তমান অবস্থান দেখুন
কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য, বর্তমান অবস্থান দেখাতে হবে আগে। নিশ্চিত করুন ডিভাইসে জিপিএস বা লোকেশন অন করা রয়েছে। এরপর গুগল ম্যাপস অ্যাপটি চালু করে, অ্যাপের নিচের ডান কোণায় জিপিএস বোতামে চাপুন। এটি দেখতে বৃত্তাকার। ফোন বা ডিভাইসের লোকেশন অন করে এখানে চাপলেই নিজের বর্তমান অবস্থান দেখতে পাবেন।
২. নির্দিষ্ট জায়গার দিক নির্দেশনা দেখুন
নিজের অবস্থান জেনে নেওয়ার পর এখন কোনো নির্দিষ্ট স্থানের দিক নির্দেশনা চাইতে পারেন। এটি করার দুটি উপায় রয়েছে।
প্রথমটি অ্যাপ স্ক্রিনে নিচের ডান কোণায় নীল রঙের বোতাম চেপে করা যাবে। এটি জিপিএস বোতামের ঠিক নিচে পাবেন, নীল রঙের চারকোণা এবং মধ্যে একটি তীর চিহ্নও রয়েছে। এখানে চেপে নির্দিষ্ট স্থানের নাম লিখতে হবে। এরপর গুগল ম্যাপস গন্তব্যে যাওয়ার সবচেয়ে ভালো ও বিকল্প রাস্তা এবং বাহনের ওপর নির্ভর করে আনুমানিক সময় দেখাবে।
আরেকটি উপায় হল অ্যাপ স্ক্রিনের ওপরে সার্চ বক্স ব্যবহার করা। ‘সার্চ হিয়ার’ লেখা বাক্সে নির্দিষ্ট জায়গার নাম টাইপ করে সার্চ দিন। এ অপশনে সরাসরি রাস্তা দেখানো হবে না, এর পরিবর্তে ওই জায়গার বিস্তারিত দেখাবে। রাস্তার নির্দেশনা পেতে, জায়গাটির নামের ওপরের নীল রঙের বোতামে চাপুন।
এ ছাড়া, কাছাকাছি কোনো জায়গা খুঁজতেও সার্চ বক্স ব্যবহার করতে পারেন। এমন সার্চ বক্সে রেস্টুরেন্ট টাইপ করলে বর্তমান লোকেশনের আশপাশের রেস্তোরাঁ ম্যাপে দেখতে পারবেন।
৩. বাড়ি ও কর্মস্থলের ঠিকানা সেট করুন
গুগল ম্যাপস ব্যবহারকারীকে নিজের বাড়ি ও কর্মক্ষেত্রের ঠিকানা সেট করতে দেয়। ফলে, বাড়ি বা কর্মস্থলে যাওয়ার নির্দেশনা চাইতে বার বার ঠিকানা টাইপ করার ঝামেলায় যেতে হয় না, কেবল ‘হোম’ এবং ‘ওয়ার্ক’ লেখা এন্ট্রিতে চাপলেই হয়।
নিশ্চিত করুন অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট করা আছে। এরপর অ্যাপটি চালু করুন। স্ক্রিনের নিচে মধ্যেখানে ‘ইউ’ লেখা অপশনে চাপুন। এরপর ‘লেবেলড’ অপশনে চাপুন। এরপর ‘অ্যাড আ প্লেস’ অপশনে নিজের বাড়ি ও কর্মস্থলের ঠিকানা সেইভ করুন।
৪. কল, সেইভ ও শেয়ার করুন
সার্চ বক্স থেকে কোনো স্থান অনুসন্ধান করলে, বিস্তারিত দেখায়। সেখানে ‘কল’, ‘সেইভ’ ও ‘শেয়ার’ বোতাম রয়েছে। ওই স্থান সম্পর্কে বিস্তারিত জানতে লোকেশনে দেওয়া গ্রাহক পরিষেবাতে কল করতে পারেন। পরে কোনো এক সময়ে ভ্রমণ করার জন্য লোকেশন সেইভ করে রাখতে পারেন। এ ছাড়া, বন্ধুবান্ধব বা কারো সঙ্গে নিজের বর্তমান অবস্থান বা নির্দিষ্ট স্থানের ঠিকানা ভাগ করে নিতে শেয়ার বোতাম ব্যবহার করতে পারেন।
৫. সঠিক ভিউ মোড বেছে নিন
গুগল ম্যাপসের মানচিত্র দেখার জন্য ৬টি মোড রয়েছে। সেগুলো হল ট্রাফিক, পাবলিক ট্রানজিট, বাইসাইক্লিং, স্যাটেলাইট, টেরেইন ও গুগল আর্থ।
দৈনন্দিন কাজের বেলায় সবচেয়ে বেশি ব্যবহার হয় সম্ভবত ট্রাফিক মোড। এটি ট্রাফিক জ্যাম, রাস্তার অবস্থা অনুমান করার জন্য ভালো উপায়। রাস্তায় সবুজ, হলুদ, লাল, রঙের সাহায্যে এটি ট্রাফিক আপডেট দেখায়।
পাবলিক ট্রানজিট মোড দেখাবে কোন রাস্তাগুলো সাধারণত গণ পরিবহন, যেমন বাসের জন্য ব্যবহার হয়।