চলতি বছরের শেষ নাগাদ গ্যালাক্সি স্মার্টওয়াচে এআইনির্ভর নতুন একাধিক হেলথ ও ফিটনেস ফিচার নিয়ে আসবে স্যামসাং। সম্প্রতি কোম্পানিটি গ্যালাক্সি স্মার্টওয়াচে অন-ডিভাইস এআই সক্ষমতা আনারও ঘোষণা দিয়েছে। খবর এনগ্যাজেট।
নতুন এ ফিচারগুলোর মধ্যে রয়েছে পার্সোনালাইজড হেলথ স্কোর, হেলথ টিপস, স্লিপ ট্র্যাকিং, অ্যানালাইসিস ও ব্যবহারকারীর স্বাস্থ্য ডাটা অনুসারে ওয়ার্কআউট রুটিন সরবরাহ করা। এছাড়া এখন থেকে গ্যালাক্সি ওয়াচ ব্যবহারকারীদের একটি এনার্জি স্কোর দেখাবে, যা ব্যবহারকারীর স্বাস্থ্য সম্পর্কে সার্বিক একটি ধারণা দেবে। স্মার্টওয়াচটি ব্যবহারকারীর ঘুমের ধরন, শারীরিক কার্যক্রম, হার্ট রেটের তথ্য থেকে পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে থাকে।
ওয়েলনেস টিপস নামের আরো একটি ফিচার যুক্ত করবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি, যা ব্যবহারকারীর ফিটনেস ও ডাটা বিশ্লেষণের ওপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেবে।
স্মার্টওয়াচটিতে ফিটনেস উৎসাহীদের জন্য নতুন হার্ট রেট জোন মেট্রিক যুক্ত করেছে। এর পাশাপাশি অ্যারোবিক ও অ্যানরোবিক এক্সারসাইজ পরিমাপ করার ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।
স্যামসাং জানিয়েছে, তাদের গ্যালাক্সি স্মার্টওয়াচে আগামীতে আরো একাধিক এআই হেলথ ফিচার আনা হবে। আসন্ন জুলাইয়ের ইভেন্টে পূর্বঘোষিত গ্যালাক্সি রিং ওয়্যারেবল সম্পর্কে আরো বিস্তারিত জানাবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা।
গ্যালাক্সি রিং ডিভাইসটি ঘুম, হার্ট রেট, হাঁটা-চলাসহ ও শ্বাস-প্রশ্বাসও অনুসরণ করতে পারবে। ২০২৩ সালের শেষের দিকে ওয়ান ইউআই সিক্স ওয়াচ সফটওয়্যার আপডেটের মাধ্যমে সব এআই ফিচার স্যামসাং গ্যালাক্সি স্মার্টওয়াচে দেয়া হবে।