বাড়ির বাহিরে জায়গার অভাবে এখন অনেকেই বাড়ির ভেতরে বা বারান্দায় অনেক ধরনের গাছ লাগান। কিন্তু বাড়ির ভেতরের গাছপালার যত্ন করা খুব কঠিন। এ ক্ষেত্রে আপনি যদি বাগান করার টিপস এবং কৌশল জানেন, তাহলে আপনার গাছগুলো ভালো রাখা অনেক সহজ হবে।
দেশলাই কাঠির মশলা তৈরিতে ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম এবং ক্লোরোফিল ব্যবহার করা হয়।
এই রাসায়নিক উপাদানগুলো গাছের জন্য কীটনাশক হিসেবে কাজ করে।
ফরফরাস গাছের শিকড় মজবুত করতে সাহায্য করে। এ ছাড়াও এতে উপস্থিত সালফার এবং ম্যাগনেসিয়াম ক্লোরোফিল গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং তাদের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে।
ফুলগাছের টবে দেশলাই কাঠির ম্যজিক
প্রথমে টবের মাটি ভেজাতে হবে। কয়েক ঘণ্টা পর ১০টা দেশলাই কাঠির বারুদের দিকটা মাটিতে গেঁথে দিতে হবে।
মনে রাখবেন টবের চারপাশে কাঠিগুলো একে ওপরের থেকে কিছুটা দূরত্বে রাখতে হবে।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%ae%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/
১০টির বেশি কাঠি ব্যবহার করবেন না। ১৫ দিনের বেশি টবে কাঠি রাখবেন না।
টবে দেশলাই কাঠি থাকলে সার দেবেন না। এই কাজটি অন্তত এক মাস করতে হবে।