জাপানের টয়োটার তৈরি যতগুলো মডেলের গাড়ি আছে তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় করোলা। ১৯৬৬ সালে সর্বপ্রথম এই গাড়ি বাজারে আসে। দীর্ঘ এই কয়েক দশকে করোলার বেশ ভার্সন এসেছে। যদিও বর্তমানে এর উৎপাদন বন্ধ। সুখবর হচ্ছে নতুন রূপে ফিরছে টয়োটা করোলা। শিগগিরই করোলার হাইব্রিড এসইউভি ক্রসওভার গাড়ি আসছে।
কিছুদিন আগেই বাজারে অ্যালটিস মনিকারের ক্যাটাগরির নিচেই বিক্রি হত করোলা গাড়ির মডেল। কিন্তু তারপর থেকে হঠাৎ করেই যেন এই গাড়ি বাজারে আর দেখাই যাচ্ছে না। তবে এই গাড়ি যে আবার ফিরতে পারে বাজারে এবার সেই সম্ভাবনাই তৈরি হল।
অ্যালটিস মনিকারের পাশাপাশি ইনোভা হাইক্রসের সঙ্গে এক সারিতে বসতে পারে করোলার নতুন মডেল। হাইব্রিড এসইউভি বা ক্রসওভার হিসেবে দুটি মডেলের মধ্যেই রয়েছে প্রচুর মিল।
করোলা ক্রস মূলত একটি ক্রস ওভার ভার্সন, দেখতে একে বাইরে থেকে রুক্ষ লাগলেও সেডানের মত ড্রাইভিং এক্সপিরিয়েন্স পাবেন এই গাড়িতে। তবে রিফ্রেশড করোলা ক্রস গাড়ির মডেল বাইরে থেকে অনেক বেশি স্লিক মনে হয়, অনেক বেশি নজরকাড়া লুক এই গাড়ির।
একটা নতুন লুকের ফ্রন্ট ও ক্রোম গ্রিলের সঙ্গে প্যাটার্ন একে আলাদা করে তুলেছে। এর মধ্যে সমস্ত ইউজুয়াল এসইউভি প্যাটার্ন প্যাটার্ন এবং ফিচার্স তো রয়েছেই, তার সঙ্গে রুফ রেল, ক্ল্যাডিং, আপরাইট স্ট্যান্স রয়েছে। ক্রসওভার মডেল হওয়া সত্ত্বেও এই ফিচার্সগুলো এতে দেখতে পাওয়া যায়।
ইন্টিরিয়রের কথা বলতে গেলে এর ডিজাইন কিছুটা সাধারণই বটে। কিন্তু এবার নতুন রিফ্রেশড মডেলে এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন লুকের টাচস্ক্রিন, সঙ্গে একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে এডিএএস সিস্টেম, একটা প্যানোরমিক সানরুফ এবং আরও অনেক কিছু। নতুন মডেলে যথেষ্ট স্পেস রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। একটা চওড়া রিয়ার সিট, ভালো লাগেজ স্পেস এই গাড়ির অন্যতম বিশেষত্ব।
পাওয়ারট্রেনটি এই গাড়ির ক্ষেত্রে হাইব্রিড মডেলের যেখানে ১.৮ লিটার ইউনিট ইঞ্জিন এবং একটি ইসিভিটি রয়েছে। এর পাশাপাশি একটি স্ট্যান্ডার্ড ১.৮ লিটার পেট্রোলের ভার্সনও বাজারে আসবে বলে জানা গিয়েছে যেখানে সিভিটি অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা রয়েছে। টয়োটা যেহেতু এখনও পর্যন্ত হাইরোডার ছাড়া হাইব্রিড মডেলের কোনও গাড়ি বাজারে আনেনি, ফলে করোলার এই হাইব্রিড এসইউভি গাড়ি বাজারে সাড়া ফেলবে বলেই মনে হয়। তবে দামটাও এক্ষেত্রে একটা ফ্যাক্টর যা বাজারে এটি আদৌ কতটা জনপ্রিয় হবে এবং অন্য মডেলগুলোকে পাল্লা দেবে, তা বলে দেয়।