ইউটিউব থেকে টাকা আয় করার যেমন অনেক উপায় রয়েছে তেমনি টিকটক থেকেও বিভিন্ন উপায়ে আয় করা যায়। টিকটক অ্যাপে অভিনয় বা নাচ করে আপনার রোজগার কত হবে তা নির্ভর করবে আপনার ভিডিও কত মানুষ শেয়ার করল তার ওপর বা আপনি কত লাইক বা কমেন্ট পেলেন তার ওপর।
টিকটক থেকে টাকা ইনকাম করার বিভিন্ন উপায় নিচে আলোচনা করা হলো–
1. টিকটক থেকে অ্যাড মনিটাজেশন করে আয়
টিকটক থেকে আয় করার একটি অন্যতম উপায় হলো টিকটক অ্যাডস প্লাটফর্ম।
আমরা সবাই গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাপ সম্বন্ধে পরিচিত। তাদের মতো করে টিকটক প্ল্যাটফর্মেও টিকটক অ্যাডস এসেছে। আপনাকে টিকটক আইডি দিয়ে সাইন আপ করতে হবে এবং নিজের একাউন্টে তাদের অ্যাড অ্যাকসেস করাতে হবে। সেই এডভার্টাইজিং এর মাধ্যমে আপনি নিজে চাইলে ইনকাম করতে পারবেন।
2. টিকটক থেকে ডোনেশন বা In-Built মনিটাজেশনের মাধ্যমে টাকা আয়
টিকটক থেকে টাকা ইনকাম করার দ্বিতীয় উপায় হল ডোনেশনের মাধ্যমে আয়।
টিকটক থেকে আপনি লাইভে গিয়ে ডোনেশন সংগ্রহ করতে পারবেন নিজের ভিজিটর দের কাছ থেকে।
মোটকথা built-in মনিটাইজেশন হলো একপ্রকার মনিটাইজেশন, যেখানে আপনার অডিয়েন্সেরা আপনাকে টাকা ডোনেট করতে পারবে।
টিকটকের ক্রিয়েটররা কয়েন দিয়ে কি করে?
যখন কেউ কয়েন ব্যবহার করে কাউকে স্টিকার পাঠায়, তখন টিকটকার সেই কয়েন নিতে পারেন এবং তার মাধ্যমে ডায়মন্ড ক্রয় করতে পারে।
আর ডায়মন্ড পরিশেষে ক্যাশে রূপান্তর করা যায়। যা Paypal / Paoneer এর মাধ্যমে উইথড্র করে নেয়া যায়।
3. টিকটক ম্যানেজমেন্ট করে টাকা আয়
টিকটক এর মাধ্যমে আপনি নিজের ওয়েবসাইট, প্রতিষ্ঠান বা যেকোনো সোশ্যাল একাউন্ট প্রমোট করতে পারেন।
সেগুলোর লিংক নিজের বায়োতে দিয়ে রাখলে সেখান থেকে বেশি ট্রাফিক হবে। সেগুলো আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ইউটিউব একাউন্টে গেলে সেখান থেকে আপনার আয় হবে এবং একটি মাধ্যমের ওপর নির্ভর করে অন্য মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
4. স্পনসারশিপ ভিডিও টিকটক থেকে টাকা ইনকাম
জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ইউটিউব এর মত Tiktok এ আপনি স্পনসর্শিপ থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
আপনার যদি লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকে তাহলে আপনি নিজে টিকটকের সংস্থার সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আপনার কাছে মোটা অঙ্কের টাকা দিবে।
অথবা অন্য কেউ আপনার মাধ্যমে তার নিজস্ব প্রোডাক্ট বা অনলাইন কোর্স সেল করানোর মাধ্যমে আপনাকে টাকা দিবে।
টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য স্পন্সরশিপ একটি অন্যতম মাধ্যম।
5. অন্যের টিকটক একাউন্ট প্রমোট বা পেইড কন্টেন্ট তৈরি করে
আমি ধরে নিলাম আপনি একজন টিকটক ক্রিয়েটর এবং আপনার কয়েক হাজার কিংবা লাখের উপর ফলোয়ার আছে।
এখন আপনি চাইলে নতুন টিকটকার দের সাথে নিয়ে ভিডিও তৈরি করে তাদের ভিডিও প্রমোট করতে পারেন।
তাছাড়া তাদের সাথে ভিডিও তৈরি করে তাদের চ্যানেলকে সমৃদ্ধ করতে পারেন। আর এইভাবে মূলত টিকটক থেকে টাকা ইনকাম করা যায়।
যেকোনো নতুন টিকটকার আপনার সাথে কন্টাক্ট করতে পারে তার জন্য একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য।
আর এভাবে আপনি টাকার বিনিময়ে তার সাথে ভিডিও তৈরি করতে পারেন। ফলে তার চ্যানেল ও টিকটক একাউন্ট প্রমোট হবে এবং সেও ভালো ভিউ পাবে।
ইনস্টাগ্রাম স্টোরি এবং টিকটকের ভিডিও অনেকটা একই রকম। আপনি টিকটক এ ভিডিও শেয়ার করতে পারেন।
কিন্তু ইনস্টাগ্রাম স্টোরি 24 ঘণ্টার বেশি স্থায়ী থাকে না। যেটা টিক টক এ সারাজীবন থাকে। যার কারণে টিকটকের এটি একটা সুবিধা।
আপনি এখানে ভিডিও করতে পারেন, লাইভ করতে পারেন। লাইভ থেকে খুব ভালোভাবেই টিকটকে প্রডাক্ট প্রমোট করানো যায়।
কনটেস্ট (প্রতিযোগিতায়) অংশ নিয়ে টাকা আয়
জনপ্রিয় টিকটক মোবাইলে প্রচুর প্রতিযোগিতা হয়ে থাকে আপনিও চাইলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।
আপনার ভিডিও যদি সেরা নির্বাচিত হয় তাহলে আপনাকে 100 ডলার থেকে 1000 ডলার পর্যন্ত পুরস্কার হিসেবে দেওয়া হতে পারে।
গিফট থেকে টাকা আয়
আপনি যদি সেলিব্রেটি হয়ে যেতে পারেন অর্থাৎ আপনার যদি ফলোয়ার অনেক বেশি হয় এবং আপনার ভিডিও মানসম্মত হয় তাহলে আপনার ফলোয়ার আপনাকে বিভিন্ন ধরনের গিফট করবে।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/
এক্ষেত্রে আপনি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া টিকটক কোম্পানি থেকেও আপনাকে সরাসরি গিফট পাঠাতে পারে।