আগামী ২৭ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচন ঘিরে ইতোমধ্যে প্যানেল গুছানোর কাজ শুরু করেছেন অনেক তারকা। তার মধ্যে একজন চিত্রনায়িকা নিপুণ। নির্বাচনে অংশ নিতে সভাপতির খোঁজ করছেন তিনি। এদিকে তার সঙ্গে বর্তমান প্যানেলে থাকা অভিনেতা নানা শাহ এবার সরে দাঁড়িয়েছেন।
নানা শাহর ভাষ্যমতে―কথা রাখেননি নিপুণ। অভিনেত্রীর প্যানেলে আগেরবার যোগ দিয়ে ভুল করেছিলেন এ অভিনেতা। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিএফডিসিতে খলঅভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেলের ইফতার পার্টিতে হাজির হয়ে এসব কথা বলেন নানা শাহ।
এ অভিনেতা বলেন, আমি এবং ডিএ তায়েব আগেরবার নিপুণের সঙ্গে নির্বাচন করেছিলাম। ভালো কিছু কাজের আশায় তাদের সঙ্গে নির্বাচন করেছিলাম। তারা কথা দিয়েছিল সিনেমা নির্মাণ করবে। একটি কথা মনে রাখবেন, শিল্পী সমিতি কখনো সিনেমা নির্মাণ করতে পারে না। নিপুণ কথা দিয়েছিল যে, ৬টি সিনেমা নির্মাণ করবে। এ জন্য তার কথা অনুযায়ী আমি এগিয়ে ছিলাম।
নানা শাহ বলেন, আমি দুটি সিনেমায় যুক্ত হয়েছিলাম। কিন্তু আমার পাশে আসেনি তারা। কথা রাখেননি নিপুণ। তার প্যানেলে গিয়ে ভুল করেছিলাম। আমরা শিল্পীরা সম্মান ও ভালোবাসা চাই। এই সম্মান ও ভালোবাসা যখন হারিয়ে ফেলি তখন ভীষণ কষ্ট পাই। আর দুঃখজনক ব্যাপারে হচ্ছে, এখন আমাদের অনেক শিল্পী বেকার। গত দুই বছরে তাদের জন্য কী করতে পেরেছে শিল্পী সমিতি? তাদের তো কোনো সফলতা দেখছি না।
এ সময় এই অভিনেতা মিশা-ডিপজল প্যানেলে থাকার প্রসঙ্গে বলেন, এবার আমি আগেই ঠিক করেছি মিশা-ডিপজল প্যানেলে থাকব। এই প্যানেলে তারাই আছে যারা কিছু করতে পারবে। আগের প্যানেলে কোনো প্রযোজক ছিল না। কিন্তু এই প্যানেলে প্রযোজক-পরিচালক-শিল্পী, সবই আছে।
তিনি বলেন, মিশা-ডিপজল প্যানেলে আমি, ডিপজল, মিশা, রোজিনা, তায়েব, জ্যাকি আলমগীর প্রযোজক। আমরা এখনই বলব না কী করব, তবে কাজে দেখাব। কোনো অন্যায় চাই না আমরা, চাই না বিভাজন। আমরা এর আগেও নির্বাচন দেখেছি। কিন্তু এখন সমিতিতে কেমন যেন অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রসঙ্গত, নানা শাহ ১৯৮২ সালে আবদুল্লাহ আল মামুনের ‘মাটি ও মানুষ’ সিনেমাতে নায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক করেন। এরপর ‘প্রেমের কসম’ ও ‘বাজিগর’ সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নেন। তারপর ‘পৃথিবী আমাকে চায় না’, ‘আনন্দ অশ্রু’, ‘তুমি আমার ভালোবাসা’সহ কয়েকটি জনপ্রিয় সিনেমায় দেখা গেছে নানা শাহকে।