সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারও সমস্যা দেখা দিয়েছে। কাভার ফটো দেখা না যাওয়াসহ বেশ কয়েকটি সমস্যা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়া হিসেবে বিশ্বজুড়ে বহুল পরিচিত মাধ্যমটিতে।
বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এসব সমস্যা দেখা গেছে।
জানা গেছে, ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখা যাচ্ছে না, ফেসবুক সার্চ রেজাল্টও (আগে যেসব প্রোফাইল বা পেজ অনুসন্ধান করা হয়েছিল) খালি দেখাচ্ছে। এমনকি সক্রিয় থাকা ফেসবুক প্রোফাইলগুলোর সবুজ বাতিও দেখা যাচ্ছে না। তবে সার্চ রেজাল্টে কোনো কিছু না দেখালেও প্রত্যাশিত ব্যক্তি বা পেজ খুঁজে পেতে কোনো সমস্যা হচ্ছে না।
এদিন ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই পোস্ট দিয়ে এসব সমস্যার কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষ মেটার পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
এর আগে গত ৫ মার্চ বিশ্বজুড়ে ফেসবুকে লগইন করা আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে আইডি হ্যাকিং নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে।