একটি জলাশয় বাগান হচ্ছে এমন একটি বাগান যা পরিকল্পিত ভূদৃশ্য এবং সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তৈরি করা হয়। এই বাগানে বন্যপ্রাণী বাসস্থানের বা সাঁতারের জন্য নির্মিত একটি জল বিশিষ্ট্য।
যেকোন বড় ধরনের গাছ থেকে দূরে চৌবাচ্চা বা জলাশয় নির্মাণ করতে হবে। এতে করে গাছের শিকড়ের চাপে চৌবাচ্চা বা জলাশয়ের সিমেন্টের দেওয়ালে ফাট ধরবে না। চৌবাচ্চা বা জলাশয় থেকে পানি বের করার জন্য পাইপ রাখতে হবে। পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।অনেকে শখ করে বাড়ির এককোণে চৌবাচ্চাতৈরি করে মাছ ছাড়ে। সেই চৌবাচ্চাতেই বাগান করা যায়। একটু পরিকল্পনা করে কিছু জলজ উদ্ভিদ নির্বাচন করে তাতে লাগালেই জলাশয় বাগান তৈরি হয়ে যাবে।
উদ্ভিদ নির্বাচন
রঙবাহারী শালক, পদ্ম, নিফ ফিয়া লোটাস, অডোরাটা, জল লিলি, নিমফিয়া স্টেলেটা, নিমফিয়া সালফরিয়া প্রভৃতি। জলজ উদ্ভিদ জলাধারের ভেতর লাগানো যাবে।
বৃক্ষ ও বন আমাদের কত বন্ধু তা আর বলার অবকাশ রাখে না । যুগ যুগ ধরে মানুষ গাছপালা উপকারিতা বুঝেছে। বৃক্ষ সমৃদ্ধির পথ প্রশস্ত করে । নাতিশীতোষ্ণ অঞ্চলে এ কথা আরও বেশি সত্য বলে পরিচিত । মানুষ গাছপালা ছাড়া বাঁচতে পারেনা। গাছের কাছ থেকে মানুষ শুধু দৈনন্দিন জীবনের চাহিদা গুলি আদায় করে নিয়ে চলেছে । যেমন বাড়িঘরের জন্য আসবাপত্রের জন্য, যন্ত্র পাতি তৈরির জন্য, গ্রামে জ্বালানির জন্য কাঠের দরকার । আবার ফুল-ফল ও ছায়া তাও এই গাছ থেকেই পাওয়া যায় । এ সব তো আছেই তা ছাড়াও বিভিন্ন উপায়ে আমরা গাছের সাহায্য নিয়ে থাকি । তাই আমাদের জীবনে গাছ অতি গুরুত্বপূর্ণ ।
জলবায়ুর তীক্ষ্ণতাকে উপশম, মাটি সংরক্ষণ- এ ছাড়া পানির সংগ্রহ বজায় রাখতে গাছ সাহায্য করে। বৃষ্টিকে নিয়ন্ত্রণ, শীত গ্রীষ্মকে অনুকুল রাখা এবং বাতাস ও পানির বেগকে আটকে দিয়ে ভূমিক্ষয় রোধ করে গাছ পালা ও জঙ্গল । প্রাচীন গ্রন’ গাছ সম্পর্কে বলা হয়েছে , যে মানুষ রাস্তার ধারে এবং জলাশয়ের পাশে গাছ লাগায় সে বেহেশ্তে ততদিন খুব আনন্দে থকবে যতদিন ওই বৃক্ষটি ফলবতী থাকবে । গাছ নিজের মাথায় গরম সহ্য করে নেয়, কিন্তু নিজের ছায়া দিয়ে অন্যদের গরম থেকে রক্ষা করে । এইটিই হল গাছের বিশেষত্ব।
বৃক্ষ নিজের পাতা, পুল, ফল ,ছায়া, বল্কল, কাষ্ঠ, গন্ধ, ভস্ম, আঁটি ও কোমল অঙ্কুর দিয়ে সকল প্রাণীকে সুখ দেয়। ১ হেক্টর এলাকার গাছপালা ৩ মেট্রিক টন বায়ু গ্রহণ করে ২ মেট্রিক টন বিশুদ্ধ অক্রিজেন প্রদান করে । মানুষের জীবনে গাছপালা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সঙ্গী । শৈশবে দোলনা ও খেলনা রূপে যে বৃক্ষের সঙ্গে আমাদের সম্পর্কের শুরু, তারপর স্কুল-কলেজ ও অফিসের চেয়ার -টেবিল, বিবাহিত জীবনের আসবাবপত্র, বৃদ্ধাবস্থায় লাঠি ও মৃত্যুর পর কবর, সর্বত্রই গাছ আমাদের পরম সঙ্গী।