দারজায় কড়া নাড়ছে বিপিএলের দশম আসরের ফাইনাল। আগামীকাল শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে কুমিল্লা ও বরিশাল। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে বিপিএলের প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। এবারের আসরের প্রাইজমানি গত আসরের মতোই থাকছে। এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। আর রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা।
এ ছাড়া টুর্নামেন্টের এবারের সর্বোচ্চ উইকেট শিকারি ও সেরা রান সংগ্রাহক পাবে সমান ৫ লাখ টাকা করে। তাদের সম পরিমাণ অর্থ পুরস্কার থাকছে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য। আর আসরের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।
শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফরচুন বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।
বিপিএল-২০২৪ এর পুরস্কারের তালিকা :
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়:- ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: ১০ লাখ টাকা
রানার-আপ দল: ১ কোটি টাকা