আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সাধারণ জ্ঞান থাকা খুবই প্রয়োজন। এটি এমন একটি বিষয় যার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন তথ্যগুলি সম্পর্কে জানা যায়। আবার কখনও এগুলিকে ইন্টারভিউতে ঘুরিয়েও প্রশ্ন করা হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এবার দেখে নিন।
১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের মানুষদের বিদেশে যাওয়ার অনুমতি নেই?
উত্তরঃ উত্তর কোরিয়ার (North Korea) নাগরিকদের অন্য কোন দেশে যাওয়ার অনুমতি নেই। তাই অনেকেই এদেশের সীমান্ত পেরিয়ে লুকিয়ে পালিয়ে আসেন।
২) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে কোন ঘাস নেই?
উত্তরঃ গ্রিনল্যান্ড (Greenland)। এদেশের নামটা শুনে সবুজ মনে হলেও চারিদিক বরফে ঢাকা।
৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে জাতীয় সংগীতের শব্দ নেই?
উত্তরঃ স্পেন (Spain) বিশ্বের একমাত্র দেশ যার জাতীয় সংগীতের কোন শব্দ নেই, কিন্তু সুর রয়েছে।
৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে কয়েদির অভাবে ১৯টি জেল বন্ধ হয়ে গেছে?
উত্তরঃ নেদারল্যান্ডের (Netherlands) সভ্যতা এতটাই সুন্দর হয়ে উঠেছে যে সেখানে কয়েদির অভাবে ১৯টি জেল বন্ধ হয়ে গেছে।
৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে মশা নেই?
উত্তরঃ আইসল্যান্ডে (Iceland) কোন মশা নেই। এখানকার শীতল পরিবেশ মশার জীবনচক্রের ক্ষেত্রে একেবারে অনুকূল নয়।
৬) প্রশ্নঃ কোনটি বিশ্বের বৃহত্তম স্কুল?
উত্তরঃ বিশ্বের বৃহত্তম স্কুলটি হল ভারতের উত্তরপ্রদেশে সিটি মন্টেসরি স্কুল (City Montessori School), যেখানে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী পড়াশুনা করে।
৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে একটি নদী নেই?
উত্তরঃ সৌদি আরব (Saudi Arabia), যেখানে একটিও নদী নেই। এমনকি পানীয় জলেরও সুব্যবস্থা নেই।
৮) প্রশ্নঃ ভারতের কোন প্রতিবেশী দেশটিতে রেললাইন দেখতে পাবেন না?
উত্তরঃ রেল প্রতিটি দেশের লাইফলাইন হলেও ভারতের প্রতিবেশী ভুটানে (Bhutan) আপনি দূরদূরান্তে কোন রেললাইন দেখতে পাবেন না। আজ পর্যন্ত এখানে কোন রেল নেটওয়ার্ক গড়ে ওঠেনি।
৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটিতে কোন সরকারি নিয়ম নেই?
উত্তরঃ বেলজিয়াম (Belgium) বিশ্বের একমাত্র দেশ যেখানে কোন সরকারি নিয়ম নেই। ২০১১ সালে বেলজিয়াম একটি সরকারি নিয়ম ছাড়াই দীর্ঘতম সময়ের জন্য বিশ্ব রেকর্ড করেছে।
https://bangla-bnb.saturnwp.link/je-gramer-meyera/
১০) প্রশ্নঃ কোন দেশের মানুষদের সাপে কামড়ে মৃত্যু হয় না?
উত্তরঃ আয়ারল্যান্ড (Ireland)। আসলে এদেশে আজ পর্যন্ত কোনও সাপই খুঁজে পাওয়া যায়নি। এটি একটি দ্বীপরাষ্ট্র তাই চারিধারে জলাধার থাকায়, কোনও সাপের অস্তিত্ব নেই।