যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অবশ্যই সাধারণ জ্ঞান, বর্তমান ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত তথ্যগুলি জেনে রাখা উচিত। তবে লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউররা অনেক সময় সিলেবাসের বাইরেও প্রশ্ন করে থাকেন। কখনো কখনো এর উত্তর দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। এই ধরনের প্রশ্ন করে তারা আপনাকে বিভ্রান্ত করে। এবার দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্নের উত্তর…
১) প্রশ্নঃ ছেলেদের শরীরের কোন অংশে হাড় থাকে না, কিন্তু ভালবাসার সময় খুবই কার্যকরী?
উত্তরঃ হৃদপিণ্ড।
২) প্রশ্নঃ মানুষের সবচেয়ে বড় শত্রু কোন প্রাণী?
উত্তরঃ মশা (প্রতিবছর গোটা বিশ্বে গড়ে সাত লক্ষ মানুষের প্রাণ যায় মশার কামড়ে)।
৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মিত হয়?
উত্তরঃ ভারতবর্ষে।
৪) প্রশ্নঃ কোন দেশে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া হয়?
উত্তরঃ দক্ষিণ কোরিয়ায় (South Korea)।
৫) প্রশ্নঃ এমন কী যে ছেলেরা কিছু সময় করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু মেয়েরা বলে আরও বেশি করে করো?
উত্তরঃ কেনাকাটা বা শপিং।
৬) প্রশ্নঃ ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি কবে ছাপা হয়েছিল?
উত্তরঃ ১৯৬৯ সালে।
৭) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ গুজরাটের কচ্ছ জেলা (Kutch district)।
৮) প্রশ্নঃ মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি?
উত্তরঃ ডলফিন।
৯) প্রশ্নঃ কোন গ্রহে একদিন এক বছরের সমান?
উত্তরঃ শুক্র গ্রহ (Venus)।
১০) প্রশ্নঃ নারী পুরুষের উভয়ের আছে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে লম্বা এবং মহিলাদের ক্ষেত্রে গোলাকার, সেটা কী?
উত্তরঃ তিলক কাটা।
১১) প্রশ্নঃ কত্থক কোন রাজ্যের লোক নৃত্য?
উত্তরঃ উত্তর প্রদেশ।
১২) প্রশ্নঃ কোন মাছ পুরুষ থেকে স্ত্রী হতে পারে?
উত্তরঃ ক্লাউন ফিশ (Clown fish)।
১৩) প্রশ্নঃ কাক কোন দেশের জাতীয় পাখি?
উত্তরঃ ভুটান (Bhutan)।
১৪) প্রশ্নঃ কোন প্রাণী জিহ্বা দিয়ে নয়, তার পা দিয়ে স্বাদ গ্রহণ করে?
উত্তরঃ প্রজাপতি।
১৫) প্রশ্নঃ কী এমন কাজ যা মেয়েরা প্রথমবার করার সময় জোরে চিৎকার করে?
উত্তরঃ কানের ফুটো (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)