আর্জেন্টাইন সাংবাদিক সোফি মার্টিনেজ লিওনেল মেসির সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর প্রতি তার গভীর শ্রদ্ধা ও প্রশংসার কথা জানিয়েছেন।
ইএসপিএন ও টিভি পাবলিকায় কাজ করা এই সাংবাদিক ফিফা বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ এবং ফর্মুলা ওয়ানের মতো ইভেন্ট কভার করেছেন। তবে ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের পর মেসির সঙ্গে তার আবেগঘন সাক্ষাৎকার তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়।
কিন্তু এই পরিচিতি তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। সম্প্রতি আর্জেন্টিনার টেলিফে চ্যানেলের শো PH: Podemos Hablar-এ মার্টিনেজ বলেন, ‘যখন আপনার জনপ্রিয়তা বাড়ে, তখন কিছু ভালো না লাগা বিষয়ও আসে। আমার পরিবারও এসব নিয়ে কষ্ট পেয়েছে। মানুষ বলতে শুরু করেছিল, ‘সে যেভাবে তোমার দিকে তাকায়…’। আমাকে এসব ব্যাখ্যা করতে হওয়াটা লজ্জাজনক।’
এর আগেও তিনি আন্তোনেলার প্রতি নিজের মুগ্ধতার কথা বলেছিলেন। ২০২৩ সালে ক্লারিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আন্তোনেলাকে খুব শ্রদ্ধা করি। তাদের পরিবার এবং তাদের জীবনধারা আমাকে মুগ্ধ করে। তারা যেভাবে সবার সামনে তাদের সাধারণ জীবনযাপন দেখান, তা সত্যিই প্রশংসনীয়।’
অন্যদিকে, লিওনেল মেসিও তার স্ত্রী আন্তোনেলাকে নিয়ে বহুবার ভালোবাসার কথা জানিয়েছেন। ২০১৯ সালে স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আন্তোনেলা আমার সবকিছু। ছোটবেলা থেকে আমরা একে অপরকে চিনি। তার পাশে থাকা আমার জীবনের অনেক কিছু সহজ করে দেয়।’
মেসি আরও জানান, তাদের পরিচয় হয়েছিল যখন তারা মাত্র ৭ বছর বয়সী। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক শুরু হয় পরে, তবে আমরা ছোট থেকেই একে অপরকে চিনি। সে আমার সেরা বন্ধুর কাজিন ছিল। সেখান থেকেই আমাদের গল্পের শুরু।’
সোফি মার্টিনেজের এই দাবি হয়তো মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে সমস্ত গুঞ্জনের ইতি টানবে, তবে এটি আরও একবার ফুটিয়ে তুলল মেসি-আন্তোনেলার শক্তিশালী বন্ধন।