ব্যাটে রান নেই অনেকদিন। আইপিএলে একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন পাঞ্জাব কিংসের হয়ে খেলা গ্লেন ম্যাক্সওয়েল। সর্বশেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র দুই বল টিকতে পেরেছিলেন। রবিচন্দ্রন অশ্বিনের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ১ রানের মাথায় ফেরেন তিনি।
খারাপ ফর্মের মধ্যেই এবার শাস্তির মুখোমুখি হলেন ম্যাক্সওয়েল। আইপিএল একটি বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্সওয়েল ২.২ ধারার অধীনে লেবেল ১ অপরাধ করেছেন। তিনি তার অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে।
ম্যাক্সওয়েলের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার কোনও অপরাধ করলে আরও বড় শাস্তি পেতে পারেন তিনি।
এবারের আইপিএলে শৃঙ্খলা নিয়ে কড়াকড়ি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি মন্থর বোলিংয়ের দিকেও নজর রাখছে তারা। মন্থর বোলিং করায় ইতোমধ্যে হার্দিক পান্ডিয়াসহ বেশ কয়েকজন জরিমানার কবলে পড়েছেন। শৃঙ্খলা ভাঙায় লখনৌয়ের দিগ্বেশ রাঠী, গুজরাটের ইশান্ত শর্মাও শাস্তি পেয়েছেন। এবার শাস্তি হলো ম্যাক্সওয়েলকে।
অবশ্য কি কারণে শাস্তি হয়েছে ম্যাক্সওয়েলের, তা জানায়নি আইপিএল কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম বলছে, আউট হয়ে ফেরার সময় ডাগআউটের কাছে গিয়ে একটি চেয়ারে লাথি মারেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। ম্যাক্সওয়েলের এই আচরণ ভালোভাবে নেয়নি আইপিএলের গভর্নিং কাউন্সিল। তাই শাস্তি দেওয়া হয়েছে।
নায়কের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রেখা, হঠাৎ যে কাণ্ড করে বসেন এক ব্যক্তি
চলতি আইপিএলে খুব খারাপ ফর্মে রয়েছেন ম্যাক্সওয়েল। চারটি ম্যাচে মাত্র ৩১ রান করেছেন তিনি। মিডল অর্ডারে ভালো ব্যাট করার জন্য তাকে নিয়েছিল পাঞ্জাব। সেই কাজটাই করতে পারছেন না তিনি। তাতে অবশ্য দলের জয় আটকাচ্ছে না। চার ম্যাচের মধ্যে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় চারে উঠেছেন শ্রেয়াস আইয়াররা।