চাকরির প্রস্তুতি নিলে জেনারেল নলেজ বিষয়টি পড়া ছাড়া কোনো উপায় নেই। এই বিষয় থেকে পালিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট সহজে করা যায় না। চাকরিপ্রার্থীদের সুবিধার্থেই এই প্রতিবেদনে কিছু প্রশ্নোত্তর শেয়ার (General Knowledge SAQ) করা হল।
১. সর্বপ্রথম কোন বাঙালি পড়ুয়া শব ব্যবচ্ছেদ করেন?
উঃ- মধুসূদন গুপ্ত (Madhusudan Gupta) সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন।
২. বেল মেটালের (Bell Metal) উপাদানগুলো কী কী?
উঃ- বেল মেটালের (Bell Metal) উপাদানগুলো হল তিন ও তামা।
৩. কোন রাজ্যে ওয়াংগালা উৎসব পালন করা হয়?
উঃ- মেঘালয়ে (Meghalaya) ওয়াংগালা উৎসব পালন করা হয়।
৪. মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যবর্তী সীমারেখার নাম কী?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যবর্তী সীমারেখার নাম হল সনোরা লাইন।
৫. কোন জীবিকার সঙ্গে ‘লোন ওয়েভার’ শব্দটি যুক্ত?
উঃ- কৃষিকার্যের সঙ্গে ‘লোন ওয়েভার’ শব্দটি যুক্ত।
৬. ক্লাইমেট গোল (Climate Goal) শব্দটির উল্লেখ কোন দেশের সংবিধানে রয়েছে?
উঃ- ক্লাইমেট গোল (Climate Goal) শব্দটির উল্লেখ ফ্রান্সের (France) সংবিধানে রয়েছে।
৭. কবীন্দ্র পরমেশ্বর রচিত একটি গ্রন্থের নাম করো।
উঃ- কবীন্দ্র পরমেশ্বর রচিত একটি গ্রন্থের নাম হল ‘পাণ্ডব বিজয়কথা’।
৮. বোকারো কারখানায় ব্যবহৃত জল কোন নদী থেকে নেওয়া হয়?
উঃ- বোকারো কারখানায় ব্যবহৃত জল দামোদর নদী থেকে নেওয়া হয়।
৯. একটি রক্তবাহিত রোগের (diseases transmitted by blood) নাম করো।
উঃ- একটি রক্তবাহিত রোগের নাম হল হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (Human Immunodeficiency Virus) তথা এইচআইভি (HIV)।
১০. ইন্টারনেট (Internet) শব্দটির পুরো অর্থ লেখো।
উঃ- ইন্টারনেট (Internet) শব্দটির পুরো অর্থ হল ‘ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক’ (Interconnected Network)।
১১. কোন গ্রন্থি ‘প্রভু গ্রন্থির প্রভু’ (Master of Master gland) নামে পরিচিত?
উঃ- হাইপোথ্যালামাস গ্ল্যান্ড (Hypothalamus Gland) ‘প্রভু গ্রন্থির প্রভু’ নামে পরিচিত।
১২. রাতের বেলায় ১২টা বাজলে কে কার উপর চাপে?
উঃ- ঘড়ির কাঁটা রাত ১২টা বাজলে একে অপরের উপর চাপে।