ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের প্রথম কয়েক ম্যাচের সুযোগ না পেলেও, পরের ম্যাচ গুলো দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হন মোহাম্মদ শামি। পায়ের ইনজুরির কারণে এরপর আর মাঠে নামা হয়নি এই পেসারের। ইংল্যান্ড সিরিজের পর এবার আসন্ন আইপিএল থেকেও ছিটকে গেছেন শামি।
ইংল্যান্ডে তার গোড়ালির অস্ত্রোপচার করানো হবে। আগামী অক্টোবরে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে শামির। তাই আসন্ন আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ২০২৪ আসরে খেলা হচ্ছে না এই ভারতীয় ক্রিকেটারের।
ভারতীয় গণমাধ্যমের দাবি, জানুয়ারির শেষ সপ্তাহে লন্ডনে গিয়ে ছিলেন শামি এবং গোড়ালির জন্য বিশেষ ইনজেকশন নেয়ার কথা ছিল। ইনজেকশন নেয়ার তিন সপ্তাহ পর তিনি হালকা দৌড় শুরু করতে পারবেন বলে জানানো হয়েছিল।
‘কিন্তু তার নেয়া বিশেষ ইনজেকশন কাজ করেনি এবং একমাত্র উপায় তার পায়ে অস্ত্রোপচার। তাই খুব তাড়াতাড়ি আবারও যুক্তরাজ্যে সার্জারির জন্য যাচ্ছেন তিনি । এ কারণে ঝুলে গেছে তার আইপিএলে খেলা।’
এ ছাড়াও জানা গিয়েছে, শামি সার্জারির পর আগামী অক্টোবর-নভেম্বরের আগে মাঠে ফিরতে পারবেন না। অর্থাৎ, সে সময় ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া যেতে পারে।
তাই এবারের আইপিএলে পেস আক্রমণে শামির অভাব ভালোভাবেই টের পাবে গুজরাট টাইটান্স। এবার দলটিকে নেতৃত্ব দিবেন শুভমান গিল।