এফএ কাপের পঞ্চম রাউন্ডে আলাদা ম্যাচে জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। শেষ আটে একে অপরের মোকাবিলা করবে এই দুই ইংলিশ জায়ান্ট। আগামী ১৬ মার্চ সেরা আটের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
ক্যাসেমিরোর শেষ মুহূর্তের গোলে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে ইউনাইটেড। অন্যদিকে অ্যানফিল্ডে দ্বিতীয় টায়ারের দল সাউদাম্পটনকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করেছে লিভারপুল
এদিন লুইস কুমানের গোলে ৪৪ মিনিটে এগিয়ে গিয়েছিল অল রেডসরা। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের লো শট সাউদাম্পটনের জ্যাক স্টিফেনসের ডিফ্লেকটেড হয়ে জালে জড়ায়। আরও এক টিন-এজার জেইডেন ড্যানস ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ১৬ বছর বয়সী ট্রে নিওনিকে মাঠে নামায় লিভারপুল। এফএ কাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নিওনি ইতিহাস রচনা করেছে। ৮৮ মিনিটে ড্যানস দ্বিতীয় গোল করলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের।
সিটি গ্রাউন্ডে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে জয় পায় ম্যান ইউ। ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য দেখালেও প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেনি এরিক টেন হ্যাগের বাহিনী। দ্বিতীয়ার্ধেও গোল খরায় ভুগতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেই খড়া কাটিয়ে ৮৯ মিনিটে রেড ডেভিলসকে একমাত্র গোলটি এনে দেন ব্রাজিলিয়ান ডিফেন্সিং মিডফিল্ডার ক্যাসেমিরো।