মাস ছয়েক আগেও ভারতের মাটিতে বিশ্বকাপ ইতিহাসে রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। পায়ে ক্র্যাক নিয়ে এক হাতেই তিনি আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছিলেন। সেই মাটিতেই একের পর এক ব্যর্থ ইনিংস উপহার দিচ্ছেন ডানহাতি এই মারকুটে ব্যাটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চলতি আসরে তার সর্বোচ্চ রানের ইনিংস ২৮। এমন ফর্মের জন্য তাকে নিয়ে বিধ্বংসী এক মন্তব্য করেছেন সাবেক ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেল।
বর্তমানে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা প্যাটেল ম্যাক্সওয়েলকে আইপিএল ইতিহাসের ‘সবচেয়ে ওভাররেটেড’ (কাজের চেয়ে বেশি প্রশংসিত) ক্রিকেটার বলে মন্তব্য করেছেন। প্যাটেলের চাঞ্চল্যকর ওই মন্তব্যের পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ পার্থিব প্যাটেলের সমালোচনা করেছেন, অনেকে আবার তার দাবিতে সমর্থন জানাচ্ছেন।
চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই ম্যাক্সওয়েল। এর আগে মানসিক স্বাস্থ্যের কথা বলে তিনি টুর্নামেন্টের মাঝপথে বিরতিও নিয়েছিলেন। ফলে কয়েকটি ম্যাচ খেলেননি তিনি। তাতেও তার ব্যক্তিগত পারফরম্যান্সে বদল আসেনি। বিরতি শেষে তারকা অজি অলরাউন্ডার গত ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে একাদশে ফিরেছিলেন। বল হাতে সেই ম্যাচে তিনি শুভমান গিলের উইকেট তুলে নিলেও সেদিন ব্যাটে নামার সুযোগ পাননি ম্যাক্সওয়েল। বিরাট কোহলি ও উইল জ্যাকস মিলে বেঙ্গালুরুকে বড় জয় এনে দেন।
গতকাল (শনিবার) ফের গুজরাটের বিপক্ষে ফিরতি ম্যাচে বল করেননি ম্যাক্সওয়েল। তবে ব্যাট হাতে তার সার্ভিস চেয়েছিল বেঙ্গালুরু। ৫.৫ ওভারে ঝোড়ো ইনিংস খেলে ফাফ ডু প্লেসি আউট হওয়ার পর, আরসিবি দ্রুত আরও ২ উইকেট হারায়। পাঁচে ব্যাট করতে নেমে নিরাশ করেন ম্যাক্সওয়েল। ৩ বলে মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন তিনি। যদিও শেষ পর্যন্ত বেঙ্গালুরু ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয়, তবে ম্যাক্সি যদি উইকেটে থেকে দলের হাল ধরতেন, আরসিবি কিছুটা হলেও রানরেট বাড়িয়ে নিতে পারত।
ম্যাক্সওয়েলের এই ইনিংস দেখার পর পার্থিব প্যাটেল নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল…আইপিএলের ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড খেলোয়াড়।’
সবচেয়ে ওভাররেটেড মন্তব্য হয়তো বেশি বাড়াবাড়ি হয়ে যায়! তবে চলতি আইপিএল ম্যাক্সওয়েলের সবচেয়ে খারাপ টুর্নামেন্টের একটি বললে ভুল হবে না। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এই মৌসুমে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫.১৪ গড়ে এবং ৯৭.২৯ স্ট্রাইকরেটে মাত্র ৩৬ রান করেছেন। সেই সঙ্গে ৮.৬৬ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন পাঁচটি। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ দুই টি-টোয়েন্টিতে ম্যাক্সওয়েল ২০ ও ৬ রানে আউট হয়ে যান। তার এই ফর্মহীনতা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার জন্যও চিন্তার কারণ হতে পারে!