সামাজিক যোগাযোগের মাধ্যম, যেমন ফেসবুক বা ইন্সটাগ্রামে ছবি পোস্ট করতে কিংবা কোনো স্ট্যাটাস দিতে কার না ভালো লাগে? তবে এই বিষয়গুলোই মাঝে মাঝে আবার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এসব সামাজিক যোগাযোগের মাধ্যমে কী দেখলে খারাপ লাগে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে রিডার্স ডাইজেস্টে।
১. বন্ধুদের কোনো গ্রুপ ছবি, যেখানে আপনি নেই। এমন ছবি দেখলে কার না রাগ লাগবে বলুন? কারণ বন্ধুরা আপনাকে না জানিয়েই দেখা করেছে। সেই ছবিতে আপনার রাগান্বিত কমেন্ট দেওয়া কোনো অস্বাভাবিক বিষয় না।
২. ছবি বা পোস্টের নিচে কেউ একজন বাজে মন্তব্য করে বসলে খুবই খারাপ লাগে। উল্টোপাল্টা মন্তব্য করা বন্ধু সোশ্যাল মিডিয়ায় না রাখাই ভালো। কারণ যে একবার এমন করে, সে বারবারই এমনটা করবে।
৩. পুরোনো ছবি হঠাৎ করেই কেউ একজন লাইক দিলে, এরপর সবাই লাইক দিতে শুরু করে। অথচ আপনি হয়তো ওই ছবিটা খুব একটা পছন্দ করেন না।
৪. যখন আপনার একটা পোস্টে সবাই কমেন্ট করতে শুরু করে। আর আপনি সেই কমেন্টের উত্তর দিতে একেবারই রাজি না।
৫. অদ্ভুত নামের ফেসবুক আইডি থেকে আপনাকে যখন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তখন খারাপ লাগে। আপনি নিজে খুব ভালো করেই বুঝতে পারছেন এগুলো ভুয়া, তাই বিরক্তি একটু বেশিই লাগে।
৬. আপনি কোনো ইভেন্ট তৈরি করলেন অথচ সেখানো কোনো বন্ধুরা ‘গোয়িং’ বা ‘মে বি’ বাটনে প্রেস করল না, এটা দেখে কার না খারাপ লাগবে বলুন?
৭. যখন আপনার ছোট ছোট ভাইবোন তাদের পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আর আপনাকে বাধ্য হয়ে সেগুলো লাইক দিতে হয়।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a5%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af/
৮. যখন আপনার বন্ধু আপনার ম্যাসেজের রিপ্লাই দেয় না, অথচ সে সারাক্ষণ অনলাইনেই থাকে। আর সে আপনার এত কাছের যে তাকে সোশ্যাল মিডিয়া থেকে বাদও দিতে পারছেন না।