ভারতে এই মুহূর্তে 300-500 সিসির মোটরসাইকেল ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। যারা একসময় কমিউটার মোটরসাইকেল চালাতেন তারাও এখন এই ধরনের টু হুইলারের দিকে ঝুঁকছেন।
হার্লে-ডেভিডসন থেকে ট্রায়াম্ফ একাধিক ব্রান্ডের বাইক পেয়ে যাবেন এই সেগমেন্টে। চলুন ঝটপট ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া 300-500 সিসি বাইক দেখে নেওয়া যাক।
দু চাকা বাজারে কমিউটার মোটরসাইকেলের (100-125 সিসি) দাপট বাড়লেও, মাঝারি ওজনের বাইকের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। মূলত 300 সিসি থেকে 500 সিসি ইঞ্জিনের মোটরসাইকেল বেছে নিচ্ছেন ক্রেতাদের একাংশ। রয়্যাল এনফিল্ড, হার্লে-ডেভিডসন, হন্ডা-সহ একাধিক ব্র্যান্ডের উপস্থিতি রয়েছে এই সেগমেন্টে।
Royal Enfield
পরিসংখ্যান বলছে, চলতি বছর জানুয়ারিতে সবথেকে বেশি মাঝারি ওজনের বাইকের তালিকায় প্রথম চারটি রয়েছে এনফিল্ডের মডেল। তাই এখানে নির্দিষ্ট কোনও বাইকের নাম নেওয়া হল না। তবে আপনি রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলো বিবেচনা করতে পারেন –
হিমালয়ান ছাড়া বাকি 4 বাইকেই রয়েছে 350 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। শুধু হিমালয়ানে পাবেন 450 সিসি ইঞ্জিন। বাইকের দাম রয়েছে 1.5 লাখ টাকা থেকে 2.95 লাখ টাকার মধ্যে।
Honda CB350
জানুয়ারিতে প্রথম পাঁচে রয়্যাল এনফিল্ডের বাইরে একমাত্র বাইক হন্ডা সিবি350। গত মাসে এটির 3,687টি ইউনিট বিক্রি হয়েছে। মোটরসাইকেলে পাবেন 348 সিসি ইঞ্জিন। 35 কিমি প্রতি লিটার মাইলেজ এবং 15.2 লিটার ফুয়েল ক্যাপাসিটি রয়েছে। ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS), ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার-সহ একাধিক ফিচার্স রয়েছে বাইকে। দাম 2 লাখ টাকা (এক্স-শোরুম)।
Harley-Davidson X440
হার্লে-ডেভিডসনের সবথেকে সস্তা এবং দমদার মোটরসাইকেল এক্স440। এটি হিরো মটোকর্পের সঙ্গে হাত মিলিয়ে ভারতে এনেছে হার্লে-ডেভিডসন। 440 সিসি ইঞ্জিন এবং 13.5 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। সর্বোচ্চ গতি 135 কিমি প্রতি ঘণ্টা, ডুয়াল চ্যানেল ABS, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার রয়েছে বাইকে। দাম 2.39 লাখ টাকা।
Jawa Yezdi
জওয়া ইয়েজদি ভারতের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড। এই কোম্পানির শোরুমে একাধিক 350 সিসি বাইক রয়েছে যা আপনি আপনার পরবর্তী ট্রিপের জন্য বিবেচনা করতে পারেন। গত মাসে 2,808টি ইউনিট বিক্রি করেছে জওয়া ইয়েজদি। ব্রান্ডের লাইনআপে ত্রুজার, ববার এবং অ্যাডভেঞ্চার মোটরসাইকেলও রয়েছে।
Triumph Speed 400
2023 সালে নতুন বাইকগুলোর মধ্যে অন্যতম ট্রায়াম্ফ স্পিড 400। যা বাজাজ অটোর সঙ্গে হাত মিলিয়ে ভারতে লঞ্চ করেছে ট্রায়াম্ফ। এতে পাবেন 398 সিসি ইঞ্জিন যা সর্বোচ্চ 39.5 হর্সপাওয়ার শক্তি উত্পন্ন করতে পারে। এই বাইকে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ডুয়াল চ্যানেল ABS পাবেন। বাইকের দাম 2.33 লাখ টাকা।