এই প্রথম মঞ্চে পুরুষ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। কী ভাবে নিজেকে এই চরিত্রের জন্য প্রস্তুত করছেন?
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’ এ রাজপুত্রের ভূমিকায় অভিনয় করবেন ডোনা। হঠাৎ এ সিদ্ধান্ত কেন? ডোনা বললেন, সব সময় সব নৃত্যশিল্পীদের এক জায়গায় পাওয়াও মুশকিল। আবার পুরুষ শিল্পীদের পাওয়া গেলেও হয়তো হাতে নাচ শেখানোর সময় থাকে না। তাই সকলে মিলে আলোচনার মাধ্যমে ঠিক করা হলো যে আমি রাজপুত্রের চরিত্র করলে ভালো লাগবে। আমার জন্য সত্যিই একদম নতুন অভিজ্ঞতা।
নতুন উদ্যোগে মনের মধ্যে কী কোনো ভয় কাজ করছে? ডোনা হেসে বললেন, চেষ্টা করব ভালোভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে। যদি দর্শকদের পছন্দ হয় তা হলে সমস্যা নেই। পছন্দ না হলে পরে ‘তাসের দেশ’ করতে গেলে অন্য কোনো চরিত্রে অভিনয় করতে পারি।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে কলকাতা ফিরেছেন শিল্পী। নতুন এই চরিত্রের বিষয়ে ডোনা বললেন, সাধারণত নারী চরিত্রের থেকে পুরুষদের মঞ্চে দাঁড়ানো বা নাচের ভঙ্গি একটু আলাদা হয়। সেই পুরুষালি ভঙ্গি এবং মুদ্রাকে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছি। সেটা ভেবেই পোশাক পরিকল্পনা করা হচ্ছে।