অনলাইন গেমসের জনপ্রিয়তা তুঙ্গে। মহামারি করোনভাইরাসের সংক্রমণের পর থেকে গেমস খেলার প্রবণতা আরো বেড়েছে। গৃহবন্দি মানুষ সময় সময় কাটানোর জন্য নানা ধরনের বিনোদন খোঁজেন। এর মধ্যে স্মার্টফোন গেমস খেলে অনেকেই আনন্দ পান। এখনকার বেশিরভাগ জনপ্রিয় গেমসই অনলাইন নির্ভর। তাই এখানে সুরক্ষিত থাকাটা জরুরি। কেননা, ভিডিও গেমের জনপ্রিয়তা বাড়ার কারণে প্রতারণাও বাড়ছে। পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে একদল হ্যাকার । বিভিন্ন অনলাইন গেমে ইন-গেম কারেন্সি ব্যবহারের সুযোগ নিয়ে শুরু হয়েছে প্রতারণা।
এ ধরনের প্রতারণা সম্পর্কে তরুণ প্রজন্ম অবগত না হওয়ার কারণে প্রতারকদের কাজ সহজ হচ্ছে। অনলাইন গেমসে প্রতারকদের হাত থেকে নিজেকে ও প্রিয়জনদের কীভাবে রক্ষা করবেন? জানুন সাতটি উপায়
১. কেনাকাটা করুন অফিসিয়াল ওয়েবসাইটে
যেকোনো গেমের মধ্যে কিছু কেনাকাটার প্রয়োজন হলে সেই গেমের অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন। কোন লিংকে ক্লিক করে অনলাইন গেমের কেনাকাটা করবেন না।
২. ই-মেইল ও এসএমএসের উত্তর দেবেন না
গেমসের অফারের নাম করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা ব্যক্তিগত তথ্য জানতে চেয়ে কোন ই-মেইল অথবা এসএমএস এলে তা অগ্রাহ্য করুন। কোন গেমের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ধরনের মেসেজ পাঠানো হয় না।
৩. পাসওয়ার্ড সুরক্ষিত রাখুন
অনলাইন গেমসে লগ করার পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না। এই তথ্য সব সময় ব্যক্তিগত রাখুন।
৪. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন
অনলাইন গেমসে অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ডে ছোট ও বড় হাতের অক্ষরের সঙ্গে ব্যবহার করুন নম্বর ও চিহ্ন।
৫. টু-ফ্যাক্টর অথেনটিকেশন
এই সুরক্ষা ফিচার এনেবেল করলে আপনার পাসওয়ার্ড কারও হাতে চলে গেলেও লগ ইনের জন্য বিশেষ কোড প্রয়োজন হবে। ফলে সুরক্ষিত থাকবে আপনার গেমিং অ্যাকাউন্ট।
৬. পাসওয়ার্ড যাচাইয়ের লিংক
আপনার গেমিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড যাচাইয়ের নামে কোন ইমেইল অথবা এসএমএস এলে তা এড়িয়ে চলুন।
৭. কেনাকাটার জন্য ডেবিট কার্ড এড়িয়ে চলুন
ডেবিট কার্ডের থেকে ক্রেডিট কার্ডে সুরক্ষা বেশি থাকে। এই কারণে কেনাকাটার জন্য ডেবিট কার্ড ব্যবহার না করাই ভালো।