বর্তমান সময়ে স্মার্টফোন নিত্য সঙ্গী। এই গেজেটের পর্দার আয়তন খুব বড় বা ছোট হলে বিড়ম্বনায় পড়তে হয়। চলুন জেনে নেয়ার চেষ্টা করি স্মার্ট ফোনের পর্দার আদর্শ মাপ-প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টফোনের পর্দার আদর্শ মাপ ৬.১ ইঞ্চি। এর পেছনে তারা কিছু যুক্তিও দিয়েছে।

গুগল পিক্সেল-৬ এর পর্দা ৬.১ ইঞ্চি। সে তুলনায় পিক্সেল ৬ প্রো ম্যাক্স এবং ৬ প্রো-এর পর্দা যথাক্রমে ৬.৭, ও ৬.৪ ইঞ্চি। একথা সত্য যে ছোট স্মার্টফোন এখন আর কেউ পছন্দ করেনা, তবে বেশি বড় স্মার্টফোন হলে তা ব্যবহারে অসুবিধা।
সেজন্য স্মার্টফোনের আকার এমন হওয়া উচিত যা সহজে পকেটেও রাখা যাবে, আবার বড় পর্দাপ্রেমীদের মনও ভাঙা যাবে না। আর তার জন্য যুতসই মাপ হচ্ছে ৬.১ ইঞ্চি।
কমপ্যাক্ট ফোন
বর্তমানে বহুল বিক্রিত এবং বাজেট ও মিডরেঞ্জের ফোনগুলোর পর্দা ৬.৫ ইঞ্চির মধ্যেই থাকে, তাই এটিকে এখন কমপ্যাক্ট সাইজ হিসেবে গণ্য করা হয়। এ মাপ আবার খুব বেশি ছোটও নয়।
৬.১ সর্বজনীন
অনেকেই এখন বড় পর্দার স্মার্টফোন পছন্দ করেন। স্যামসাং ও অ্যাপল উভয়েরই গ্যালাক্সি এস২২ ও আইফোন ১৩-এর ভিত্তি সংস্করণের পর্দার মাপ ৬.১ ইঞ্চি। আরও বড় পর্দা চাইলে কেউ বেশি দাম দিয়ে অন্য সংস্করণগুলো ব্যবহার করতে পারেন। অর্থাৎ যেহেতু এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর ম‚ল সংস্করণগুলো ৬.১ ইঞ্চির, সেহেতু এই মাপটিকে আদর্শ মাপ বলতে বাধা নেই।


