‘অ্যানিমেল’ দিয়ে রীতিমতো তারকা বনে যান তৃপ্তি দিমরি। ছবিতে তাকে বেশ সাহসী রূপে দেখা গিয়েছিল, যার দরুণ তাকে নিয়ে আলোচনাও কম দয়নি। এরপর ‘ব্যাড নিউজ’ সিনেমাতে আবারও সাহসী ভূমিকায়, আর বোল্ড লুকে ধরা দিয়ে ফের সবার নজরে আসেন তিনি। কিন্তু সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে কটাক্ষের মুখেও পড়েন তিনি। আর শুনতে হয় এখন হটনেস বা যৌনতার প্রতীক হিসেবে তাকে ছবিতে ব্যবহার করা হয়। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিতর্কের বিষয়ে কথা বলেছেন তৃপ্তি দিমরি।
অভিনেত্রী জানিয়েছেন, যখন তার কোনো চরিত্র ভালো লাগে, তখন তিনি সবসময় চেষ্টা করেন নিজের সেরাটা দিতে। আর তার সব কাজ যে সবার ভালো লাগবে, এমন কোনো কথা নেই। আর সেটি নিয়ে তার কোনো আপত্তিও নেই। তার মতে, যে কেউ তার কাজের প্রশংসা করবেন, আবার কেউ করবেন না। কিন্তু তিনি তার নিজের কাছে, নিজে কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেন এবং যেটি সঠিক বলে মনে করেন, সেটিই করেন বলে জানান অভিনেত্রী।
অ্যানিমেল ছবিতে জোয়া চরিত্র করতে রাজি হওয়ার কারণ হিসেবে তৃপ্তি জানান, তিনি এমন এক চরিত্র সেই সময় করতে চেয়েছিলেন, যেটি তিনি তার আগে কখনোই করেননি।
এরপর ভিকির সঙ্গে ‘বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ সিনেমা করতে গিয়ে কোন কোন সমস্যায় পড়েছেন, সেই বিষয় নিয়েও কথা বলেছেন। অভিনেত্রী বলেন, কমেডি কাজ করা বেশ কঠিন, বিশেষ করে তার জন্য। তিনি বলেন, আমি এমন চরিত্র বেছে নিই, যেটি আমাকে উন্নতি করতেও সাহায্য করবে। আবার তাকে তার কমফোর্ট জোন থেকেও বের করবে।
কিন্তু তৃপ্তি কি কিছু ক্ষেত্রে বেছে যৌন উত্তেজক চরিত্র করছেন? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘অ্যানিমেল’ ছবির পরই তাকে ‘ব্যাড নিউজ’ ছবিতে দেখে উসকেছে এই বিতর্ক। তিনি বলেন, আমি এতকিছু ভেবে কাজ করিনি। আমি চেয়েছি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে। আর সেটির জন্য তার যে চরিত্র ভালো লাগে সেটিই বাছেন।