অমিতাভ বচ্চন ও রেখা—বলিউডের ইতিহাসে এক অনন্য জুটি। তাদের প্রেম কাহিনী বলিউডের ইতিহাসে এক অনন্য ও চিরন্তন অধ্যায়। রূপালি পর্দায় তারা ছিলেন এক অভাবনীয় জুটি, যাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করত। তবে পর্দার বাইরেও তাদের সম্পর্ক ঘিরে ছিল অগণিত গুঞ্জন, আলোচনা ও জল্পনা। ১৯৭০ ও ৮০-এর দশকে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয় বলে ধারণা করা হয়। যদিও অমিতাভ বচ্চন কখনোই এই সম্পর্ককে প্রকাশ্যে স্বীকার করেননি, রেখা বরাবরই ছিলেন খোলামেলা ও আবেগপ্রবণ।
তাদের প্রেমের গল্প যেমন রহস্যে ঘেরা, তেমনি তাতে আছে ভালোবাসার নিঃস্বার্থতা, ত্যাগ আর স্মৃতির গভীর ছাপ। ‘সিলসিলা’ সিনেমাটি যেন তাদের সম্পর্কের প্রতিচ্ছবি—যেখানে বাস্তব জীবনের জটিলতাকে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছিল নিখুঁতভাবে। সময়ের স্রোতে তারা আলাদা হয়ে গেলেও, তাদের প্রেম আজও রয়ে গেছে বলিউডের ইতিহাসে এক চিরন্তন কিংবদন্তি হিসেবে।
আন্দনবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, জটিল সমস্যায় পড়েছেন অমিতাভ বচ্চন! সমস্যাটি বেশ কিছু দিনের। সাধারণত, নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করেন তিনি। এবারেও তার অন্যথা হয়নি। বিগ বি লাগাতার চেষ্টা করে গিয়েছেন। তার চেষ্টাতেও কোনো ফাঁক ছিল না। অবশেষে রোববার রাতে তিনি হাল ছেড়েছেন। হাল ছেড়ে অবশ্য চুপচাপ বসে থাকেননি। বলিউড শাহেনশা এবার অনুরাগীদের দ্বারস্থ! তিনি তাদের কাছে সমস্যার সমাধান চেয়েছেন।
অনুরাগীরা কী অমিতাভকে কোনো রকম সহযোগিতা করতে পারলেন? বর্ষীয়ান অভিনেতার মন্তব্য বাক্স বলছে, তারা যে পরামর্শ দিয়েছেন সেটি মানলে বচ্চন পরিবারে গৃহযুদ্ধ কেউ আটকাতে পারবে না!
ঘটনাটি কী? অমিতাভ সমাজমাধ্যমে প্রচণ্ড সক্রিয়। মধ্য রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি সেখানে কিছু না কিছু লেখেন। পরের দিনের বাকি সময় তো আছেই। তার পোস্ট পড়ার জন্য মুখিয়ে থাকেন নানা বয়সের অনুরাগী। কখনো ব্যক্তিগত ভাবনা তুলে ধরেন। কখনো বা ব্যক্তি জীবনের কথা। এ ছাড়া, প্রয়াত হরিবংশ রাই বচ্চনের পছন্দে কবিতার পংক্তিও জায়গা করে নেয় ছেলে অমিতাভের সমাজমাধ্যমে। এ ভাবে, এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)-এ ৪৯ মিলিয়ন ভক্ত প্রতি দিন তার পোস্ট পড়েন। আর এক মিলিয়ন হলেই অমিতাভের ভক্তসংখ্যা ৫০ মিলিয়ন হবে। এখানেই আটকে গিয়েছেন শাহেনশা।
হাজার চেষ্টা করেও তিনি এ সংখ্যা পূরণ করতে পারছেন না। সবটা জানিয়ে অবশেষে ভক্তদের শরণ নিয়েছেন। এক্স হ্যান্ডলেই লিখেছেন, ‘অনেক চেষ্টা করেও ৪৯ মিলিয়নকে ৫০ মিলিয়নে তুলে নিয়ে যেতে পারছি না। আপনারা যদি একটু সহযোগিতা করেন…!’ ভক্তেরা সঙ্গে সঙ্গে লিখে জানিয়েছেন, রেখার সঙ্গে ছবি দিলেই অমিতাভের ভক্তসংখ্যা হু হু করে বেড়ে ৫০ মিলিয়ন পেরিয়ে যাবে।
অনুরাগীসংখ্যা বাড়াতে ভক্তদের পরামর্শ মেনে অমিতাভ কী তা হলে রেখার সহযোগিতা নেবেন? বিষয়টি জয়া বচ্চন জানেন তো!