ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন বন্ধ করার জন্য অ্যাডব্লক ব্যবহারের বিরুদ্ধে আরো কঠোর উদ্যোগ নিয়েছে ইউটিউব। এর অংশ হিসেবে ব্লকার শনাক্ত হলে ভিডিওর অডিও বন্ধ হয়ে যাচ্ছে। সম্প্রতি ব্যবহারকারীদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে এ সমস্যার বিষয়ে অভিযোগ জানিয়েছে। খবর টেকস্পট।
ব্যবহারকারীদের অভিযোগের তথ্যানুযায়ী, অ্যাডব্লকার চালু থাকা অবস্থায় ভিডিও শুরুর আগেই শেষ হয়ে যাওয়া এবং শব্দ বা সাউন্ড বন্ধ হয়ে যাওয়ার মতো বিষয় রয়েছে। রেডিটে থাকা ইউটিউবের পেজে এক ব্যবহারকারী জানান, অ্যাডব্লকার যখনই ব্যবহার করা হচ্ছে তখন কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এমনকি সাউন্ড বার বাড়িয়ে সমস্যা একবার ঠিক করার পর পুনরায় আগের অবস্থায় চলে যাচ্ছে।
আরেক ব্যবহারকারী জানান, ইউটিউবে অ্যাডব্লক চালু রেখে ভিডিও চালালে এর প্রথম কয়েক সেকেন্ড শব্দ শোনা গেলেও এর পর পরই তা বন্ধ হয়ে যায়। ভিডিওটি স্বাভাবিকভাবে চললেও কোনো শব্দ শোনা যায় না।
অনলাইনে বিভিন্ন অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখা বন্ধ করার জনপ্রিয় এক উপায় অ্যাডব্লকিংয়ের জন্য ব্রাউজার এক্সটেনশনগুলো। গবেষণা কোম্পানি সেনসাসওয়াইডের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ কোনো না কোনো অ্যাডব্লকিং সফটওয়্যার ব্যবহার করেন, যেখানে তরুণদের মধ্যে এ প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বেশি। তথ্য সংগ্রহকারী সংস্থা বা ওয়েবসাইট স্ট্যাটিস্টার তথ্যানুযায়ী, পুরো বিশ্বে অ্যাডব্লকার ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির কাছাকাছি।