আগামী ২২ মার্চ পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের। শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে বারবার নাম পরিবর্তন করে কম সমালোচিত হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশ্বের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তেমনটা বেশি দেখা যায় না।
অন্যদিকে আইপিএলের ১৬ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো নামে পরিবর্তন এনেছে বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি)।
যদিও নামে খুব একটা বড় পরিবর্তন আসেনি। দক্ষিণ ভারতের এই শহরের সঙ্গে মিল রেখে ছোট একটি পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ফ্র্যাঞ্চাইজিটির নামের শেষাংশকে ‘বেঙ্গালোর’র বদলে ‘বেঙ্গালুরু’ বলে অভিহিত করা হবে। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে আনুষ্ঠানিকভাবে বিষয়টির ঘোষণা দেওয়া হয়েছে।
এদিন চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে জাঁকজমক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন করে নিজেদের ব্র্যান্ডিং করেছে আরসিবি। একই অনুষ্ঠানে মেয়েদের সাম্প্রতিক সাফল্যও উদযাপন করা হয়।
জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে প্রথমবার কোনো সর্বোচ্চ সাফল্য এসেছে। স্মৃতি মান্ধানাদের হাত ধরে নারী আইপিএলে শিরোপার স্বাদ পেয়েছে আরসিবি। যেটা গত ১৬ বছরেরও পারেননি কোহলিরা।
এর আগে, আইপিএলের আরও দুটি ফ্র্যাঞ্চাইজি নাম পরিবর্তন করেছিল। দিল্লি ডেয়ারডেভিলস পরিবর্তন করে দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব থেকে পাঞ্জাব কিংস করা হয়েছে। তবে নাম পাল্টেও সাফল্য আসেনি।
উল্লেখ্য, আগামী ২২ মার্চ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি।