বর্তমানে বহুল প্রচলিত একটি শব্দ হলো আইফোন ফিঙ্গার। ‘দ্য টিজে শো’ নামে একটি পডকাস্টে এই শব্দটি প্রথম শোনা যায়। এরপরই এ নিয়ে উদ্বেগ বাড়ছে।
প্রশ্ন হলো এই আইফোন ফিঙ্গার আসলে কী?
সংশ্লিষ্টরা বলছেন, আইফোনের মতো স্মার্টফোনের ব্যাপক ব্যবহারের কারণে আঙ্গুলে দৃশ্যমানভাবে ফাঁকা জায়গা তৈরি হয়। আর এটিকে বোঝানোর জন্য এই আইফোন ফিঙ্গার শব্দটির ব্যবহার করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীরা যে হাতের কনিষ্ঠা আঙুল ব্যবহার করে আইফোন ব্যবহার করে সেখানে অপর হাতের একই আঙুলের চেয়ে বেশি পরিবর্তন দেখা যায়।
অনুষ্ঠানের এক আয়োজক বলেন, আমরা যেভাবে ফোন ধরি, মাঝে মাঝে ফোনের ভার আমাদের কনিষ্ঠা আঙুলের ওপর গিয়ে পড়ে। এর কারণে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। যদি কারও আইফোন ফিঙ্গার আছে কি না শনাক্ত করতে হয়, তাহলে দুই হাতের কনিষ্ঠা আঙুল মিলিয়ে দেখতে বলেছেন বিশেষজ্ঞরা।
এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও চিকিৎসকরা বলছেন, এ নিয়ে উদ্বগের কারণ নেই। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসক পিটার ইভান্স বলেন, কনিষ্ঠা আঙুলে ছোট ফাঁকা দেখা গেলে তেমন কোনো সমস্যা নেই।
ইভান্সের সঙ্গে একমত প্রকাশ করেছেন অর্থো ক্যারোলাইনা ক্লিনিকের চিকিৎসক মাইকেল গেরি। এই চিকিৎসক জানান, আইফোন ফিঙ্গারের জন্য চিকিৎসা দরকার নেই।