আইফোন মানেই মোবাইল ফোন প্রেমিক বা গ্রাহকদের কাছে আকর্ষণীয় বস্তু। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। আধুনিক সময়ে কম্পিউটারে করা যায় এমন প্রায় সব কাজই সহজেই হাতে থাকা আইফোনে করা সম্ভব হয়। আবার বিশেষ করে ছবি ও ভিডিওর মানেরও বিষয় রয়েছে। কোম্পানিটি প্রতি বছর নতুন সিরিজের ফোন ছাড়ে বাজারে। নতুন নতুন ফিচার ও সুবিধা যুক্ত করে গ্রাহকদের জন্য এসব ফোন রিলিজ করে আইফোন।
এবার এই ফোন প্রতিষ্ঠানটি ছবি ও ভিডিওর মান অধিকতর উন্নত করার জন্য আইফোন-১৬ প্রোম ম্যাক্সের লেন্সে বিশাল পরিবর্তন আনবে। আগের মডেলের তুলনায় প্রো ম্যাক্সে ক্যামেরায় ১২ শতাংশ বড় লেন্স ব্যবহার করা হবে।
টেক হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদন থেকে জানা গেছে, আইফোনের মূল ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯০৩ সেন্সর ব্যবহার হয়েছে। ছবির ডেটা অধিকতর ভালো করার জন্য ১৪ বিটের অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার (এডিসি), ডাইনামিক রেঞ্জ ও নয়েজ কন্ট্রোলের জন্য গেইন কন্ট্রোলারের (ডিসিজি) অত্যাধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে এই সেন্সরে। বিভিন্ন অংশ একাধিক লেয়ারে সুসজ্জিত রেখে নকশা করা হয়েছে সেন্সরটির।
এছাড়া আইফোন ১৬ প্রো ম্যাক্সের ক্যামেরার সেন্সরটি আগের মডেলের তুলনায় ১২ শতাংশ বড় হবে। এর আকার হবে ১/১.১৪ ইঞ্চি। এর আগে আইফোন ১৪ প্রো ও আইফোন ১৫ প্রো মডেলের সেন্সর ব্যবহার করা হয়েছিল ১/১.২৮ ইঞ্চির।
তবে আইফোন ১৬ প্রো ম্যাক্সের সেন্সর ফোনের প্রধান ক্যামেরার রেঞ্জ ও ব্যাকগ্রাউন্ড ব্লার বৃদ্ধি করবে। অর্থাৎ, ছবির বিষয়কে স্পষ্ট করার জন্য বাকিসব বস্তুকে অস্পষ্ট করার পরিষেবা বাড়বে। এই লেন্স অল্প আলোতেও ছবি তোলার ক্ষমতা বাড়াবে। আর লেন্স বড় হওয়ার কারণে বেশি আলো প্রবেশ করতে পারবে এতে।
এছাড়া পরবর্তী পর্যায়ে আইফোনগুলোর নকশায় কার্ভ স্ক্রিন দেখা যাবে। এর আগে গত বছর আইফোন ১৫ সিরিজের নকশায় এমনটা ছিল।
এদিকে এ ব্যাপারে এখনো অফিশিয়ালি কোনো সিদ্ধান্ত বা মতামত জানায়নি আইফোন কর্তৃপক্ষ। এ কারণে আইফোন ১৬ প্রো ম্যাক্সের ক্যামেরার লেন্সের বিষয়টি এখনো নিশ্চিত নয়। লঞ্চের সময় প্রতিষ্ঠানটি থেকে প্রকাশ করা স্পেসিফিকেশনে কি জানানো হয়―সেটার জন্যই এখন ফোন প্রেমিকদের অপেক্ষা।