প্রায় এক যুগ পর বিসিবির প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়া হয় মিনহাজুল আবেদীন নান্নুকে। একই সঙ্গে নির্বাচকের পদ হারান হাবিবুল বাশারও। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বিসিবিতেই রাখা হবে নির্বাচকের দায়িত্বে থেকে সরিয়ে দেয়া নান্নু ও হাবিবুল বাশার সুমনকে। বিসিবি সভাপতির কথামতো পরবর্তীতে ভিন্ন দায়িত্ব পান নান্নু-বাশার।
বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রামের দায়িত্ব পান নান্নু। তিনি মূলত হেড অব প্রোগ্রাম অস্ট্রেলিয়ান ডেভিড মুরসের সঙ্গে কাজ করবেন। বিসিবির বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, গেম ডেভেলপমেন্ট, টুর্নামেন্ট এসব নিয়ে কাজ করবেন সাবেক প্রধান নির্বাচব। আর বাশারকে দেয়া হয় নারী উইংয়ের প্রধানের দায়িত্ব।
জানা যায়, নতুন দায়িত্ব পেলেও বিসিবি থেকে আগের মতো ১ লাখ ৮০ হাজার টাকার মতো বেতন পাবেন নান্নু। নারী উইংয়ের প্রধানের দায়িত্ব পাওয়া হাবিবুল বাশারও প্রায় একই পরিমাণ বেতন পাবেন বিসিবি থেকে।
এদিকে, নতুন প্রধান নির্বাচক লিপু বোর্ড মিটিংয়ে উপস্থিত হওয়া ছাড়া একজন পরিচালকের সব সুযোগ-সুবিধা পাবেন। তার বেতন ধরা হয়েছে ৩ লাখ টাকা। জানা গেছে, ক্রিকেট পরিচালনা বিভাগ বাকি দুই নির্বাচক রাজ্জাককে দুই লাখ ও হান্নানকে দেড় লাখ টাকা বেতন দেয়ার প্রস্তাব করেছে।