আল্লু অর্জুন দক্ষিণ ভারতের অন্যতম সেরা অভিনেতা। মাত্র তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে সিনেমায় যাত্রা করেন। ২০০৪ সালের ৮ মে জনপ্রিয় নির্মাতা সুকুমারের নির্দেশনায় ‘আরিয়া’ সিনেমা দিয়ে দক্ষিণী চলচ্চিত্রে পথচলা শুরু করেছিলেন সুপারস্টার আল্লু অর্জুন। বুধবার (৮ মে) সেই সিনেমার ২০ বছর পূর্তি। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। পর্দা কাঁপানো এ তারকার বাস্তব জীবন বিলাসবহুল ও শৌখিন হিসেবে পরিচিত। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে আল্লু অর্জুনের বিলাসবহুল জীবনযাপনের গল্প।
বাংলো নিয়ে বরাবরই তারকারা শৌখিন। বাংলোর কথা বলতে গেলেই সবার আগে আসে শাহরুখ খানের বাংলো মান্নাতের নাম। একের পর এক তারকা নিজের মনের মতো করে সাজান তার বাংলো। দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনও আছেন এ তালিকায়। হায়দরাবাদে একটি বাংলো রয়েছে এ অভিনেতার। অর্জুনের বাংলোর নাম ব্লেসিং। বাংলোটির মূল্য ১০০ কোটি রুপি বা তারও বেশি। বিভিন্ন উৎসবে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো ঘরোয়া সুন্দর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এ অভিনেতা। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে হায়দরাবাদের এ বাংলোতেই থাকেন আল্লু অর্জুন।
ব্যক্তিগত বিমান
অনেক বলিউড ও হলিউড তারকাই ব্যক্তিগত বিমান ব্যবহার করেন। এ দৌড়ে পিছিয়ে নেই আল্লু অর্জুন। কাজ থেকে ছুটি পেলেই নিজের ব্যক্তিগত বিমানে পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে যান তিনি। সামাজিক মাধ্যমে এসব পারিবারিক ছবি প্রকাশ করেন এ তারকা। আল্লু স্নেহা রেড্ডির সঙ্গে বিয়ের পরই তার ব্যক্তিগত এ বিমান কেনা।
রেঞ্জ রোভার ভোগ
গাড়ি সংগ্রহের নেশা যাদের রয়েছে তাদের প্রায় সবার কাছেই রেঞ্জ রোভার স্বপ্নের গাড়ি। জনপ্রিয় এ তারকার কালো রঙের একটি রেঞ্জ রোভার ভোগ রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি রুপি। রেঞ্জ রোভারের অন্যতম দামি আর বিলাসবহুল সিরিজ রেঞ্জ রোভার ভোগ। অনেকেই রেঞ্জ রোভার ভোগের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএমডব্লিউর সেভেন সিরিএজকে তুলনা করেন।
ভ্যানিটি ভ্যান
বলিউড কিং শাহরুখ খানের ৫ কোটি রুপির একটি বিলাসবহুল ভ্যানিটি ভ্যান রয়েছে। তবে আল্লু অর্জুন এক্ষেত্রে কিং খানের থেকে এগিয়ে। দক্ষিণী এ তারকাও একটি বিলাসবহুল ফ্যালকন ভ্যানিটি ভ্যানের মালিক, যার মূল্য ৭ কোটি রুপি। প্রায়ই তিনি ইনস্টাগ্রামে নিজের ভ্যানিটি ভ্যানের ছবি প্রকাশ করেন।
জাগুয়ার এক্সজেএল
তারকাদের গাড়ির প্রতি প্রেম নতুন কিছু নয়। গাড়ির প্রতি দুর্বলতা আর বিভিন্ন ধরনের গাড়ি সংগ্রহ করার ঝোঁক আছে আল্লু অর্জুনেরও। তার সংগ্রহে নামিদামি গাড়ির তালিকায় রয়েছে জাগুয়ার এক্সজেএল। তার জাগুয়ার এক্সজেএলটির রঙ সাদা।