পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতা ইমরান খানের একটি নিবন্ধ সম্প্রতি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্টে। এরপরই প্রশ্ন ওঠে, কারাগারে বসে কীভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে লিখলেন তিনি। তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন ইমরান খান।
পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই নিবন্ধের বিষয়টি উঠে আসে। তখন ইমরান জানান, ওই লেখা তার নয় বরং এটি লিখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।
প্রতিবেদনে বলা হয়, আর্থিক দুর্নীতি মামলা ও তোশাখানা মামলায় অভিযুক্ত ইমরান খান আদিয়ালা কারাগারে আছেন। ওই দুই মামলার বিষয়ে কার্যক্রম দেখার জন্য কয়েকজন সাংবাদিককে কারাগারের ভেতরে প্রবেশের সুযোগ দেয়া হয়। তখনই ইমরান তাদের জানান, লেখাটি তিনি লেখেননি। তবে বিভিন্ন সময়ে যারা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদের নিবন্ধটির প্রতিপাদ্য বিষয় নিয়ে বলেছিলেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শব্দ বসিয়ে নিবন্ধটি লেখা হয়েছে বলে দাবি করেছেন ইমরান খান।
ইমরান খানের নামে প্রকাশিত ওই লেখায় আশঙ্কা করা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন না-ও অনুষ্ঠিত হতে পারে। আর হলেও তা ‘বিপর্যয়’ ও ‘প্রহসনের’ নির্বাচন হবে। কারণ তার দল পিটিআইকে নির্বাচনী প্রচার চালাতে দেয়া হচ্ছে না।
এ বিষয়ে দেশটির তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী মর্তুজা শোলাঙ্গী বলেন, ‘কারাগারে বসে কেউ নিবন্ধ বা বই লিখতে পারবে না, তা নয়। আমাদের আপত্তি হলো, পিটিআইয়ের সাবেক প্রধান সেটি লেখেননি।’
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be/
গত বৃহস্পতিবার ইমরান খানের নামে ওই লেখাটি দ্য ইকোনমিস্ট প্রকাশ করে। এরপর তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখাটি সাতবার পোস্ট করা হয়। এই পোস্টগুলো আড়াই কোটিবারের বেশি দেখা হয়েছে।