অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘দরদ’ চলচ্চিত্রে এই অতিথি শিল্পী হয়ে আসছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। এর আগে বেশ কিছু নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি। তবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়ে আলোচনায় আসেন জেসিয়া। আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী জেসিয়া।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া গিয়েছিলেন চীনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে। এবার গেলেন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে। বিশ্বের ৭৫টি দেশের প্রতিযোগীর মধ্যে দ্যুতি ছড়াচ্ছেন তিনি। দর্শক ভোটে ১০ জন এবং জুরিদের পছন্দে ১০ জন নিয়ে সেরা ২০ যাবে চূড়ান্ত পর্বে। নির্বাচিত ২০ জনের একজন হতে সব প্রতিযোগীদের মতো লড়ছেন জেসিয়াও।
জেসিয়া এই মুহুর্তে রয়েছেন থাইল্যান্ডের পাতায়ায়। সেখান থেকে বললেন, এইসব প্রতিযোগিতা বরাবরই আমাকে ঋদ্ধ করে। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা শেষ করে দেশে ফিরে অভিনয়ের কথা ভাববেন। এ বিষয়ে বললেন,‘দেশে ফিরে চিত্রনাট্য, গল্প, নির্মাতা সবকিছু ঠিকঠাক মিললেই কাজ করবো।’
তবে ইন্ডাস্ট্রির উন্নয়ন সাধনে শাকিব খানের মতো আরো ১০ জন শাকিব খান প্রয়োজন বলে মনে করেন জেসিয়া। তার ভাষ্য, ‘আসলে শাকিব খান আমাদের অনেক প্রজন্মের জন্যই অনুপ্রেরণা। এক শাকিব খান ইন্ডাস্ট্রি টেনে নিয়ে গেছেন, তবে আমাদের এই ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে বাড়াতে চাইলে আরো ১০ জন শাকিব খান প্রয়োজন। ’
১৪ অক্টোবর আয়োজকদের ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার সুইমস্যুটে জেসিয়া ইসলামের ছবিও সকাল থেকে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তারকারাও শুভেচ্ছা জানিয়ে ছবিটি শেয়ার করছেন জেসিয়াকে এগিয়ে দেয়ার জন্য। আগামী ২৫ অক্টোবর হবে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
থ্যাইল্যান্ডের ব্যাংককে এই সুন্দরী প্রতিযোগিতার প্রেস কনফারেন্সে প্রকাশিত ভিডিওতে বেশ স্বতঃস্ফূর্তই দেখা গেছে জেসিয়াকে। মঞ্চে একে একে সব প্রতিযোগী নিজের পরিচিয় দিয়ে এগিয়ে আসছিলেন। জেসিয়া ইসলামও এসে বলেন, “জেসিয়া ইসলাম। মিস গ্র্যান্ড বাংলাদেশ।”