চলমান এশিয়ান কাপ টুর্নামেন্টে ফেভারিট দল হিসেবে অংশ গ্রহণ করেছিল বর্তমান চ্যাম্পিয়ন কাতার। শিরোপা ধরে রাখার লক্ষ্যে আবারও ফাইনালে উঠেছে দলটি। সেমিফাইনালে শক্তিশালী ইরানকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে কাতার।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে দোহার আল থুমামা স্টেডিয়ামে এশিয়ান কাপের দ্বিতীয় সেমিফাইনালে ইরানের মুখোমুখি হয় কাতার। ম্যাচের শুরুতেই ইরানকে এগিয়ে নেন সর্দার আজমাউন।
ম্যাচের চতুর্থ মিনিটেই দারুণ এক বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন আজমাউন। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। সমতায় ফিরতেও সময় নেয়নি কাতার। ১৭তম মিনিটে সতীর্থের পাওয়া বল দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন জাবের আবদুলসালাম। ৪৩তম মিনিটে কাতারকে এগিয়ে নিয়ে যান আফিফ। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতার।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফিরতে আক্রমণ করতে থাকে ইরান। ৫১তম মিনিটে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ইরান। সেখান থেকে সফল স্পট কিকে সমতা নিয়ে আসেন জাহানবাখশ। এরপর আক্রমণ প্রতি-আক্রমণে খেলা গড়ালেও গোল পাচ্ছিল না কোনো দল।
তবে ৮২তম মিনিটে গিয়ে কাতার আবারও এগিয়ে যায়। আলমোয়েজ আলি গোলটি করার পর আরও এক ধাক্কা খায় ইরান। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভিএআর মনিটরে দেখে ইরানের খলিলজাদেহকে লাল কার্ড দেখান রেফারি। তবুও লড়াই থামায়নি তারা। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি দলটি। ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতার।
আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) জর্ডানের শিরোপা লড়াইয়ে মাঠে নামবে কাতার। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৯টায়।