এক্স-এ (আগে নাম ছিল টুইটার), ব্যবহারকারীর ইউজারনেইম প্রথমত ব্যক্তিত্বের পরিচয় বহন করতে পারে, দ্বিতীয়ত এটি একটি ডিজিটাল ঠিকানা হিসেবেও কাজ করতে পারে। বিভিন্ন মানুষ এক্স-এ কাউকে অনুসরণ করতে বা বার্তা পাঠানোর ক্ষেত্রেও ইউজারনেইম কাজে আসে।
কেউ চাইলে খুব সহজেই নিজের এক্স বা টুইটার ইউজারনেইম আইফোন, অ্যান্ড্রয়েড অথবা ওয়েব ব্যবহার করে বদলে নিতে পারবেন। এ বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ের বিস্তারিত।
ওয়েব ব্রাউজার থেকে
ওয়েব ব্রাউজার থেকে টুইটারের ইউজারনেইম পরিবর্তন করা সহজ হলেও, প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘ।
প্রথমে এক্স ডটকম থেকে অ্যাকাউন্টে লগইন করুন। এরপর বাম দিকের সাইড বার থেকে মোর বা থ্রি ডট আইকনে ক্লিক করুন। পরের মেনু থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটি বেছে নিন।
এরপর, ইয়োর অ্যাকাউন্ট অপশনে যান, সেখান থেকে ‘অ্যাকাউন্ট ইনফরমেশন’-এ ক্লিক করে পাসওয়ার্ড দিন ও ‘কনফর্ম’ অপশনে ক্লিক করুন। এরপর, অ্যাকাউন্ট ইনফরমেশন বিভাগ থেকে ‘ইউজারনেইম’ অপশন বেছে নিন।
চেঞ্জ ইউজারনেইম পৃষ্ঠায়, ‘ইউজারনেইম’ টেক্সট বক্সে ক্লিক করুন। এরপরে নতুন ইউজারনেইম টাইপ করুন। মনে রাখবেন এটি ১৫ অক্ষরের কম হতে হবে। টাইপ করার সময় এক্স নিজে থেকেই জানিয়ে দেবে নামটি এরইমধ্য অন্য ব্যবহারকারী নিয়ে ফেলেছেন কিনা। পাশাপাশি, নতুন নামের বিষয়েও পরামর্শ দেবে। অন্য সবার থেকে আলদা নাম না পাওয়া অবধি চেষ্টা করুন। শেষ হলে, ‘সেইভ’ অপশনে ক্লিক করুন।
এভাবে খুব সহজেই নতুন ইউজারনেইম পেয়ে যাবেন।
আইওএস বা অ্যান্ড্রয়েড অ্যাপে
স্মার্টফোন থেকে এক্স ইউজারনেইম পরিবর্তনের পদ্ধতি অনেকটা ওয়েব-এর মতোই।
প্রথমে এক্স অ্যাপ চালু করে স্ক্রিনের ওপরের বাম কোণায় প্রোফাইল ছবির ওপরে চাপুন। সাইডবার থেকে ‘সেটিংস অ্যান্ড সাপোর্ট’ বিভাগটি খুলুন ও মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি বেছে নিন।
এরপর ‘অ্যাকাউন্ট’ অপশনে যান ও ‘অ্যাকাউন্ট ইনফরমেশন’ অপশনে চাপুন। সেখান থেকে ইউজারনেইম অপশনটি বেছে নিয়ে ‘নিউ’ লেখা টেক্সট বাক্সের ওপরে চাপুন। এরপর ব্যবহারকারীর ইচ্ছা নিশ্চিত করার জন্য ‘কন্টিনিউ’ অপশনে চাপুন।
স্ক্রিনের কিবোর্ড ব্যবহার করে নতুন ইউজারনেইম চাপুন। নামটি আগে থেকে অন্যকেউ না নিয়ে থাকলে একটি সবুজ টিক চিহ্ন দেখতে পাবেন। এটি হয়ে গেলে ‘ডান’ অপশনে চাপুন।
ইউজারনেইম আপডেট করার পরে এক্স-এর সিস্টেমের মাধ্যমে পরিবর্তনটি পুরোপুরি প্রচার হতে কিছুটা সময় নিতে পারে। অ্যাপে পরিবর্তনটি অবিলম্বে না দেখা গেলে, অ্যাপ বা ওয়েবসাইট বন্ধ করে পুনরায় লোড করার পরামর্শ দিয়েছে হাও-টু গিক।