এই সপ্তাহেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হয়েছিলেন ম্যাচের সেরা। বিরাট কোহলি ছুঁয়েছিলেন আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ম্যাচসেরা হওয়ার রেকর্ড। সপ্তাহ না ঘুরতেই কোহলি ছাড়িয়ে গেছেন কিংবদন্তিকে। এক ম্যাচে গড়েছেন জোড়া রেকর্ড।
রোববার পাঞ্জাব কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৭ উইকেটে জয়ের দিনে সেরার পুরস্কার জিতেছেন কোহলি। খেলেছেন ৭৩ রানের অপরাজিত ইনিংস। তাতেই ধোনিকে ছাড়িয়ে গেছেন কোহলি। এই দিনে অবশ্য আরেকটি রেকর্ডে অনেকটা এগিয়েছেন কিং কোহলি—তিনি এখন ফিফটি রান আনায় আইপিএলে সবার ওপরে।
পাঞ্জাবকে হারানোর দিনে কোহলি খেলেছেন ক্যারিয়ারের ৬৭তম ফিফটি। ৬৬ ফিফটি নিয়ে তালিকায় পরের স্থানে ডেভিড ওয়ার্নার। এই ম্যাচে সেরা খেলোয়াড় কোহলি ভাগ বসিয়েছেন রোহিত শর্মার রেকর্ডে। এখন ভারতীয়দের মধ্যে রোহিতের সমান সর্বোচ্চ ১৯ বার ম্যাচসেরার রেকর্ড কোহলির।
কোহলি অবশ্য এই রেকর্ডে শীর্ষে নন। রোহিতের সঙ্গে যৌথভাবে আছেন তিন নম্বরে। দুইয়ে ক্যারিবিয়ান দানব খ্যাত ক্রিস গেইল (২২ বার)। ২৫ বার ম্যাচসেরা হয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবিডি ভিলিয়ার্স। চার নম্বরে মহেন্দ্র সিং ধোনির সঙ্গী অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।