ঠিক ঠিক ৫ হাজার ৮০০ রানেই থামতে হলো স্টিভ স্মিথকে। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উদাস মুখের স্মিথকে দেখে অনেকেই ভাবছিলেন, এই বুঝি ফুরিয়ে এলো সময়টা। তবে ফুরিয়ে যাওয়ার সময়টা এতটাই দ্রুত হবে সেটা হয়ত ভাবেননি কেউই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে হারের ম্যাচটাই হয়ে রইল ওয়ানডে ফরম্যাটে স্মিথের শেষ। ১৭০ ম্যাচের ওডিআই ক্যারিয়ারের একেবারে শেষ ম্যাচে করেছেন ৭৩ রান। সেটাও ঠাঁই করে নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসের পাতায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে যেকোন অস্ট্রেলিয়ান অধিনায়কের ব্যাট থেকে ২য় সর্বোচ্চ রানের ইনিংস এটি।
ক্যারিয়ারে ১২ সেঞ্চুরি, যেটা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে ৬ষ্ঠ স্থানে থাকছে। রানের বিচারে স্মিথের অবস্থান ১২তম। অস্ট্রেলিয়ার হয়ে ১২ সেঞ্চুরি করেছেন এমন ব্যাটারদের মধ্যে তার গড় ২য়। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা রান ১৬৪। যেটা অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের তালিকায় শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে।
তবে স্মিথের রেকর্ড সবচেয়ে দুর্দান্ত ক্রিকেট বিশ্বকাপে। তার ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে দুর্দান্ত তিন রেকর্ডের সাক্ষীও আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ভিরাট কোহলির সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে টানা ৫ ফিফটির রেকর্ড আছে স্মিথের।
বিশ্বকাপের নকআউট পর্বে একাধিকবার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। এই তালিকায় তার সঙ্গে আছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস। আর বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি (৪ বার) পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ। এই তালিকায় রেকর্ড ভাগ করেছেন শচীন টেন্ডুলকারের সঙ্গে।
স্টিভ স্মিথের ওয়ানডে রেকর্ড
বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ইনিংসে ফিফটি
বিশ্বকাপের নকআউট ম্যাচে সবচেয়ে বেশিবার সর্বোচ্চ সংগ্রাহক
বিশ্বকাপের নকআউট ম্যাচে সবচেয়ে বেশি পঞ্চাশ পেরোনো ইনিংস
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ২য় সর্বোচ্চ ইনিংস
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংস
৩৫ বছর বয়সে ১৭০ ওয়ানডে ম্যাচে ৫ হাজার ৮০০ রান আর ২৮ উইকেট নিয়ে শেষ হলো একদিনের ক্রিকেটে স্টিভেন স্মিথ অধ্যায়। ওয়ানডে ক্রিকেট থেকে গুডবাই বললেও স্মিথ মনোযোগ দিতে চান টেস্টে। সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এরপরে আছে মর্যাদার অ্যাশেজের সূচিটাও। স্মিথ চোখ রেখেছেন সেখানে, ‘টেস্ট ক্রিকেট এখনও আমার সর্বোচ্চ অগ্রাধিকার। আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, শীতকালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এরপর দেশে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য মুখিয়ে আছি। আমি মনে করি, আমি এখনও এই পর্যায়ে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখি।’