ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং বিস্ফোরক মন্তব্যের জন্য বহুল আলোচিত। মাঝেমধ্যেই তিনি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বিরুদ্ধে নানারকম আক্রমণাত্বক মন্তব্য করেন। এবার তার লক্ষ্য ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। কিংবদন্তি এই অল-রাউন্ডারকে তিনি নাকি পিস্তল নিয়ে খুন করতে গিয়েছিলেন!
সাবেক ক্রিকেটার যোগরাজ গতকাল একটি ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘জাতীয় দল, উত্তরাঞ্চল এবং হরিয়ানার অধিনায়ক হওয়ার পর কপিল আমাকে তিনটি দল থেকেই বাদ দেয়। কিন্তু কেন বাদ দিয়েছিল সে বিষয়ে কিছুই বলেনি। আমার স্ত্রী বলেছিল, কপিলের বাড়ি গিয়ে তাকে প্রশ্ন করতে যে- কেন আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে? আমি স্ত্রীকে কথা দিয়েছিলাম, কপিলকে শিক্ষা দেবই!’
এর পরের ঘটনা ভয়াবহ। সাবেক এই পেসারের ভাষায়, ‘আমার কাছে একটা পিস্তল ছিল। সেটা নিয়েই কপিলের বাড়ি যাই। সে নিজের মাকে নিয়ে বেরিয়ে আসে। খুব রেগে গিয়েছিলাম, তাই বেচারাকে অনেক কথা শুনিয়েছি। তাকে বলেছিলাম, “আজ তোর মা না থাকলে পিস্তলের গুলিতে মাথা ফুটো করে দিতাম। শুধু তোর মায়ের জন্য বেঁচে গেলি!” সেদিনই সিদ্ধান্ত নেই, আমি আর ক্রিকেট খেলব না। এরপর থেকে যা করার, যুবরাজ করবে।’