বিয়ের আয়োজনকে ঘিরে কোনোকিছুর কমতি রাখলেন না দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। গত ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে বসেছিলে শোবিজাঙ্গনের নন্দিত এই জুটির বিবাহের আসর।
আত্মীয়স্বজন থেকে শুরু করে শোবিজাঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন রাজীব-মেহজাবীনের বিয়েতে। তারকা এই জুটির নানা মুহূর্ত এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এরই মধ্যে মেহজাবীন জানালেন, মায়ের শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।’
বিয়েতে কবুল বলার মুহূর্তেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় মেহজাবীনকে। এসময় অভিনেত্রীর চোখ পানিতে ভরে ওঠে। অন্যদিকে স্ত্রীর মুখে কবুল শুনতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন রাজীব। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
অপর একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন ও রাজীব। দুজনে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করলেন এই তারকা যুগল। সঙ্গে অতিথি-দর্শকেরাও খুব উচ্ছ্বসিত! তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন। এরপর মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন রাজীব। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।
রাজীবকে জড়িয়ে ধরার সঙ্গে প্রচণ্ড আপ্লুত হয়ে পড়েন মেহজাবীন। এক পর্যায়ে মুখ চেপে কান্না শুরু করে দেন মেহজাবীন! অনেক চেষ্টা করেও যেন সেই আবেগ ধরে রাখতে পারছিলেন না অভিনেত্রী। এ সময়ই রাজীব হাসি দিয়ে মেহজাবীনের গালে আদুরে স্পর্শ করলেন, মুছে দিলেন তার অশ্রুসিক্ত চোখ; আর সঙ্গে সঙ্গেই সে সময় হেসে দিলেন মেহজাবীনও।
মেহজাবীন-রাজীবের এমন মুহূর্ত দেখে তাদের অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আর ভিডিওটি ভাইরাল হতে আপ্লুত হয়ে পড়েন নেটিজেনরাও। এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘কি মিষ্টি জুটি! অভিনন্দন মেহু ও রাজীব।’
এর আগে সামাজিক মাধ্যমে একাধিক বিয়ের ছবি পোস্ট করেন মেহজাবীন। সেই ছবি দেখে তাদের অনুরাগীরা ও শোবিজ অঙ্গনের তারকারা নতুন এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে থাকেন।