পশ্চিমা দেশগুলির মতো বাংলাদেশেও ক্রমশ বড় হচ্ছে গাড়ি বাজার। নামি দামি গাড়ি এসে ভিড় করছে সে দেশে, প্রতিদিন শত শত ক্রেতার হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছে সংস্থাগুলি। আর গাড়ি বাজার বড় হওয়া মানে বিকল্প বৃদ্ধি পাওয়া। মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখে বাজারে একাধিক গাড়ি নামিয়েছে সংস্থাগুলি। এর মধ্যে বহু ভারতীয় ও জাপানি সংস্থার তৈরি গাড়িও রয়েছে।
বাংলাদেশে বিক্রি হয় টাটা মোটরস এবং মারুতি সুজুকির সবচেয়ে সস্তা গাড়ি টাটা ন্যানো এবং মারুতি অল্টো। এগুলি ছাড়াও রয়েছে মারুতি সুইফট, টয়োটা ভিটস, এবং রেনল্ট কুইডের মতো আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া গাড়িও। এই প্রত্যেকটি গাড়ি দীর্ঘদিন ধরে চালাতে পারবেন। ভালো মাইলেজ এবং কমফোর্ট পাওয়া যায়। এই প্রতিবেদনে গাড়িগুলির দাম সহ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
টাটা ইন্ডিগো ইসিএস
বাংলাদেশে সস্তা গাড়িগুলির মধ্যে একটি টাটা ইন্ডিগো ইসিএস। এটি একটি 5 আসনের গাড়ি। রয়েছে 1405 সিসির ডিজেল ইঞ্জিন সঙ্গে পাওয়া যায় 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এই ইঞ্জিন সর্বোচ্চ 64.1 ব্রেক হর্সপাওয়ার তৈরি করে। গাড়িটি সেডান ক্যাটাগরির মধ্যে পড়ে। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি পাওয়া যায় 42 লিটার। ভারতে এই গাড়িটি অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে টাটা। তবে বাংলাদেশে গাড়িটি বিক্রি হয়। এর দাম 1,475,000 বাংলাদেশি টাকা যা ভারতীয় মুদ্রায় প্রায় 11 লাখ 32 হাজার টাকা।
টাটা ন্যানো
টাটা ন্যানো একসময় ভারতের সবচেয়ে সস্তা গাড়ি ছিল। তবে এটি বর্তমানে বন্ধ। কিন্তু বাংলাদেশে এই গাড়ি বিক্রি হয় এবং বেশ জনপ্রিয়। এতে মিলবে 624 সিসি পেট্রল ইঞ্জিন ক্যাপাসিটি। সঙ্গে 4 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। 4 জন যাত্রী অনায়াসে চাপতে পারবে এই গাড়ি। টাটা ন্যানো চওড়ায় 1750 মিলিমিটার এবং উচ্চতা 1652 মিলিমিটার।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/
গাড়িটির কার্ব ওয়েট 695 কেজি। টাটা ন্যানো অত্যন্ত সস্তা চার চাকা বাংলাদেশের। দাম 8 লাখ থেকে 9 লাখ বাংলাদেশি টাকা।