ফিলস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে বিশেষ বুট পায়ে মাঠে নামার পরিকল্পনা ছিল উসমান খাজার। তবে আইসিসি তাদের পোশাক বিষয়ক নীতিমালা মনে করিয়ে দেওয়ায় সেটি আর পরেননি খাজা। তবে কালো আর্মব্যান্ড পরে খেলেছিলেন এই অজি ওপেনার। আর অনুমতি ছাড়া আর্মব্যান্ড পরার কারণে খাজাকে নিয়ম ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবেন খাজা।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সময় কোনো আর্মব্যান্ড পরার জন্য ক্রিকেট বোর্ড ও আইসিসি থেকে অনুমতি নিতে হয়। পার্থে কালো আর্মব্যান্ড পরে খেললেও তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও আইসিসি থেকে অনুমতি নেননি খাজা। যাতে আইসিসির প্লেয়িং কন্ডিশন ভঙ্গ করেছেন তিনি, এমন অভিযোগ আইসিসির।
আইসিসির একজন মুখপাত্র বলেছেন, ‘উসমান খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের “এফ” ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ এসেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির পূর্বানুমতি ছাড়াই উসমান ব্যক্তিগত বার্তা প্রদর্শন করেছেন। এটি “অন্যান্য নিয়ম ভঙ্গের” আওতায় পড়ে, প্রথম অপরাধে যেটির শাস্তি তিরস্কার।’
আইসিসিকে চ্যালেঞ্জ করার কথা জানিয়ে খাজা বলেন, ‘দ্বিতীয় দিনে (পার্থ টেস্টের) তারা আমাকে জিজ্ঞেস করেছিল কালো ফিতা বাঁধার কারণ এবং আমি তাদেরকে জানাই যে, ব্যক্তিগত একটি শোকের ঘটনায় এটি করেছি। কখনোই বলিনি এটা অন্য কিছুর জন্য। জুতোর (বার্তা লেখা) ব্যাপারটি ছিল ভিন্ন, খুশিমনেই তা বলতে পারি। কালো ফিতার ঘটনা আমার কাছে এমন কিছু মনে হচ্ছে না। সব নিয়ম অনুসরণ করেছি আমি। অতীতে এই ধরনের ঘটনা যা ঘটেছে, অনেকেই ব্যাটে স্টিকার লাগিয়েছে, জুতোয় নাম লিখেছে, এই ধরনের কোনো কিছুর ক্ষেত্রে আইসিসির অনুমতি নেয়নি এবং কখনোই তিরষ্কৃত হয়নি।’
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%9a%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87/
‘আইসিসির নিয়মকানুন শ্রদ্ধা করি অবশ্যই। তবে তাদেরকে আমি এটা নিয়ে জিজ্ঞেস করব এবং লড়াই করব যেন তারা এটিকে ন্যায্য ও সবার জন্য সমান করে তোলে এবং এসব আইনের ব্যবহারের ক্ষেত্রে ধারাবাহিক হয়। সেই ধারাবাহিকতা এখনও নেই। আমার ব্যাপারটি নিয়ে আমি খুবই উন্মুক্ত ও সৎ ছিলাম। আইসিসির সঙ্গে এটা দেখব আমি।’-আর যোগ করেন খাজা।