দেশে দ্বিতীয়বারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতিতে ‘ব্রেন ডেড’ মানুষের কিডনি অন্য মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এই অপারেশন সম্পন্ন হয়।
এদিন বিএসএমএমইউ এর আইসিউতে ব্রেন ডেথ হন মো. মাসুম আলম (৩৮) নামে কামরাঙ্গীচরের এক বাসিন্দা। পরে তার অভিভাবকরা ক্যাডাভার হিসেবে তার অঙ্গদানে সম্মতি প্রদান করেন।
মো. মাসুমের একটি কিডনি গ্রহণ করেন ঢাকার ৪৯ বছরের মহাখালীর মোসাম্মৎ তাহমিনা ইয়াসীন। অপর কিডনিটি গ্রহণ করেন ভোলার জাকির নামে এক রোগী।
এই ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের প্রধান ছিলেন সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। ক্যাডাভেরিকট ট্রান্সপ্লান্টের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কেবিন ব্লকের ওটিতে আসেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। মো. মাসুমের পরিবারের সদস্য ও গ্রহীতার স্বজনদের সঙ্গে কথা বলেন। দেশবাসীর কাছে মো. মাসুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, মো. মাসুম গত চারমাস ধরে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি ছিলেন।