২০২৪ সালের মার্চের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ১২ ইনিংসে প্রথমবার পেরুলেন পঞ্চাশের ল্যান্ডমার্ক। ইংল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার সেঞ্চুরিটা তার নিজের কাছেই একটু বিশেষ কিছু। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপের ম্যাচে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৬৩ বলে।
সাদা পোশাকের হিসেব করলে, ৩৩৯ দিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালা টেস্টে শতরান করেছিলেন তিনি। আর টি-টোয়েন্টিতে রোহিতের শেষ সেঞ্চুরিও আফগানিস্তানের বিরুদ্ধেই। সেটাও এসেছিল ২০২৪ সালে। কিন্তু গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই রান পাচ্ছিলেন না রোহিত। সেটারও অবসান ঘটলো ৯০ বলে ১১৯ রান করে।
কটকে রোববার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রান তাড়ায় ৭ ছক্কা ও ৯ চারে ৭৬ বলে সেঞ্চুরি স্পর্শ করেন রোহিত। এই সংস্করণে তার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। তবে ৭ ছক্কা দিয়ে এদিন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন রোহিত। ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে এখন দুইয়ে আছেন ভারতের অধিনায়ক। গতকালই তিনি পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে।
ওয়ানডে ফরম্যাটে ক্রিস গেইল ২৯৪ ইনিংসে ১২ হাজারের বেশি বল খেলে হাঁকিয়েছেন ৩৩১ ছক্কা। রোহিত ১১ হাজার ৮৫২ বল খেলেই হাঁকিয়ে ফেলেছেন ৩৩৮ ছক্কা। আর পাকিস্তানের শহীদ আফ্রিদি ৬ হাজার ৮৯২ বল খেলে পেয়েছেন ৩৫১টি ছক্কা।
ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা
শহীদ আফ্রিদি – ৩৫১ ছক্কা
রোহিত শর্মা – ৩৩৮ ছক্কা
ক্রিস গেইল – ৩৩১ ছক্কা
ওয়ানডের লম্বা ইতিহাসে কেবল এই তিনজনই ৩০০ এর বেশি ছয় মেরেছেন। তালিকার চারে থাকা শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া হাঁকিয়েছেন ২৭০টি ছক্কা।
তবে রোহিত যেভাবে এগুচ্ছেন, তাতে খুব শিগগিরই হয়ত ছাড়িয়ে যাবেন শহীদ আফ্রিদিকে। পাকিস্তানের সাবেক এই ব্যাটারের চেয়ে বর্তমানে মাত্র ১৩টি ছক্কা দূরে আছেন ভারতের অধিনায়ক। সামনেই আছে চ্যাম্পিয়ন্স ট্রফির বড় ইভেন্ট। রোহিতের রেকর্ড হয়ে যেতে পারে সেখানেই।
এদিন অবশ্য রোহিত শর্মা আরেকটি মাইলফলকের দিকেও এগিয়েছেন। ওয়ানডেতে ভারতের জার্সিতে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনিই। গতকাল তিনি টপকেছেন ১০ হাজার ৮৮৯ রান করা রাহুল দ্রাবিড়কে। ৫০ ওভারের ক্রিকেটে রোহিতের বর্তমান রান ১০ হাজার ৯৮৬। আর ১৪ রান করলেই মাত্র চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ১১ হাজার রানের মালিক হবেন তিনি।
তার আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে ১১ হাজার রান করেছেন কেবল সৌরভ গাঙ্গুলি (১১ হাজার ৩৬৩ রান), বিরাট কোহলি (১১ হাজার ৯১১ রান) এবং শচীন টেন্ডুলকার (১৮ হাজার ৪২৬ রান)।