প্রোগ্রামিং ল্যাংগুয়েজকে সহজ করতে বাজারে এলো ফারহান হাসিন চৌধুরীর Go প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বই। এবারের বই মেলায় আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি লেখা হয়েছে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ-এর উপর। বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।
বইটি সম্পর্কে লেখক ফারহান হাসিন চৌধুরী জানান, বর্তমানে বিশ্ববাজারে যেসব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জনপ্রিয়তার শীর্ষে আছে Go প্রোগ্রামিং ল্যাংগুয়েজ তাদের মধ্যে অন্যতম। একটি আধুনিক প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হওয়া সত্ত্বেও Go অত্যন্ত সহজ। এর ফিচারসেট ছোট কিন্তু খুবই কার্যকরী।
সবার জন্য Go প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বইটি লেখা হয়েছে। প্রোগ্রামিং এ যারা সম্পূর্ণ নতুন তাদের জন্য বইটি খুবই উপকারী। এখানে Go প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কে একটি টুল হিসেবে ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ ধারণাগুলো উদাহরণসহ শেখানো হয়েছে।
Go প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়ে তিনটি বইয়ের একটি সিরিজের প্রথম বই এটি।
মাঝারি কলেবরের এই বই আপনাকে কম্পিউটার প্রোগ্রামিং এর মৌলিক ধারণাগুলো সম্পর্কে পরিষ্কার জ্ঞান দিবে এবং একজন দক্ষ প্রোগ্রামার হওয়ার রাস্তা আপনাকে দেখিয়ে দিবে বলে আমরা আশা করছি।